সাম্প্রতিক কয়েক দিনে নাসার বহু প্রতীক্ষিত যুগ্ম-উপগ্রহ মিশন ‘এসকেপেড’ -এর উৎক্ষেপণ পিছিয়ে গেছে। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল ও সৌর বায়ুর পারস্পরিক ক্রিয়া নিয়ে গবেষণার জন্য পরিকল্পিত এই মিশনটি নির্ধারিত সময়ে মহাকাশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন থাকলেও, শক্তিশালী এক সৌরঝড় মহাকাশ আবহাওয়াকে অস্থিতিশীল করে তোলে। এর জেরে মিশনের নিয়ন্ত্রকরা উৎক্ষেপণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয়।
2
10
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ—বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা আবারও শিরোনামে। অনেক অনুসারীর দাবি, তিনি নাকি বহু বছর আগেই তীব্র সৌরঝড় ও বিরাট অস্থিতিশীলতার ইঙ্গিত দিয়েছিলেন। সৌরঝড়ের সময়কাল ও নাসার মিশন বিলম্বকে কেন্দ্র করে অনেকে বলছেন, তাঁর ভবিষ্যদ্বাণীর আরেকটি “মিল” পাওয়া গেল।
3
10
বাবা ভাঙ্গা—যাকে অনেকেই ‘বলকানের নস্ত্রাদামুস’ বলে ডাকেন—১৯৯৬ সালে মৃত্যুবরণ করলেও তাঁর নানা ভবিষ্যদ্বাণী প্রতি বছরই কোনো না কোনো কারণে আলোচনায় উঠে আসে।
4
10
বছরের শেষপ্রান্তে বা নতুন বছর শুরু হওয়ার আগে তাঁর ভবিষ্যদ্বাণীগুলো আবার ভাইরাল হয়ে পড়ে। তাঁর অনুসারীরা দাবি করেন, রাজকুমারী ডায়ানার মৃত্যু থেকে শুরু করে কোভিড-১৯ মহামারী—বহু ঘটনাই তিনি আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন।
5
10
বিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্তমান যে সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে এসেছে, সেটিকে “ক্যানিবাল স্টর্ম” বলা হচ্ছে। কারণ এটি আগের দুর্বল সৌরঝড়গুলিকে গ্রাস করে আরও শক্তিশালী হয়ে ওঠে। ইতোমধ্যেই এই ঝড় রেডিও সংকেত বিঘ্নিত করেছে এবং ২০১২ সাল থেকে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে যে পরিমাপ শুরু করেছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিস্তর বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি করেছে।
6
10
বিশেষজ্ঞদের সতর্কতা, ঝড়ের পরবর্তী ধাপ দৈনন্দিন জীবনের বহু ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে—যেমন যোগাযোগ ব্যবস্থা, জিপিএস পরিষেবা, এমনকি পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানো উপগ্রহগুলোর গতিপথ।
7
10
বাবা ভাঙ্গার আরেকটি আলোচিত ভবিষ্যদ্বাণী ইউরোপকে ঘিরে। বিভিন্ন অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আগামী ১৯ বছরের মধ্যে ইউরোপের চেহারা আমূল বদলে যাবে এবং বিপুল জনসংখ্যা হ্রাস পাবে।
8
10
তাঁর কথিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী, "আজকের ইউরোপ ২০৪৪ সালের শেষে আর থাকবে না।" তিনি নাকি বলেছিলেন, মহাদেশটি প্রায় জনশূন্য হয়ে এক ধরনের বিরানভূমিতে পরিণত হবে।
9
10
আরও একটি ভবিষ্যদ্বাণী নিয়ে এখন আলোচনা চলছে—ঠিক ১৮ বছর পর রোমে একজন ‘খলিফা’ শাসন করতে পারেন। রোম শহরেই রয়েছে ভ্যাটিকান সিটি, যা বিশ্বের অন্যতম ধর্মীয় কেন্দ্র। ইসলাম ধর্মে খলিফা মুসলিম উম্মাহর নেতা। ফলে এই ধরনের ভবিষ্যদ্বাণীকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে।
10
10
যদিও বিজ্ঞানীরা এসব ভবিষ্যদ্বাণীর সঙ্গে সৌরঝড় বা নাসার মিশন বিলম্বের কোনো সম্পর্ক দেখেন না, তবে সামাজিক মাধ্যমে রহস্যময়তার আবহ সব সময়ই আলোচনাকে আরও জোরালো করে তোলে। সৌরঝড়ের প্রভাব ও প্রযুক্তিনির্ভর পৃথিবীর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা বাস্তবসম্মত বিশ্লেষণ দিচ্ছেন। অন্যদিকে, কুসংস্কার ও ভবিষ্যদ্বাণী মিলিয়ে নতুন বিতর্ক ও কৌতূহলও জনমনে ছড়িয়ে পড়ছে।