নিজস্ব সংবাদদাতা: প্রেম পর্বের কিছুদিনের মধ্যেই অনুরাগীদের রীতিমতো চমকে দিয়ে চার হাত এক করলেন অভিনেতা অভিষেক বসু এবং শার্লি মোদক। পরিবারের লোকজন আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে প্রিন্স আনোয়ার শাহ রোডের এক ক্লাবে বসেছিল বিয়ের আসর। মেনুতে ছিল লাচ্ছা পরোটা, পনির, মাছ, পাঁঠার মাংস, চিনা খাবার, বেকড রসগোল্লা, আইসক্রিম।একপ্রকার গোপনেই বিয়ে সারলেন তারা, কাউকে কিছুই টের পেতে দেননি এই তারকা জুটি।
জি বাংলার 'ফুলকি' ধারাবাহিকে অভিনয় করতে করতেই একে অপরের প্রেমে পড়েন অভিষেক-শার্লি, যদিও আগে কখনওই স্বীকার করেননি তাঁরা। নিজেদের বরাবর ভাল বন্ধু বলেই পরিচয় দিতেন। অবশেষে আইনি বিয়ে সেরে সকলের সামনে এসে নিজেদের প্রেমের কথা স্বীকার করে নিলেন সদ্য বিবাহিত দম্পতি। সিঁদুর দান ও মালাবদল পর্বও হয় গতকাল। অনুষ্ঠানে দেখা গেল ‘ফুলকি’ পরিবারের প্রায় প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীই, হাজির ছিলেন অন্যান্য কলাকুশলীরাও। তবে দেখা মেলেনি ধারাবাহিকের নায়িকা অর্থাৎ দিব্যানি মন্ডলের। অভিষেক বসুর বিয়েতে উপস্থিত থাকলেন না দিব্যানি। যদিও সকালেই জানিয়েছিলেন উপহার কেনার পরিকল্পনা চলছে এবং শুটিং শেষে তিনি অবশ্যই বিয়েতে যাবেন, তাহলে কেন এই বিয়েতে আসলেন না দিব্যানি? আপাতত এই প্রশ্ন অনুরাগীদের।
অভিষেক ও শার্লি একে অপরের কাছাকাছি আসার পর কি তবে খানিকটা বদলেছে দিব্যানির সঙ্গে সম্পর্ক? মজার ব্যাপার হল, ‘ফুলকি’ ধারাবাহিক যেখানে শুটিং হয় সেই স্টুডিওর ঠিক উল্টো দিকের একটি ক্লাবেই এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই শুটিং শেষে প্রায় এই ধারাবাহিকের প্রায় সব কলাকুশলী-ই হাজির ছিলেন। গতকাল সকালে দিব্যানি নিজে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বললেও কেন আসলেন না তিনি? তবে কি অভিষেক এবং দিব্যানির মধ্যে সম্পর্কের খানিকটা অবনতি হয়েছে? স্টুডিওপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে তেমন কথাই। সেই কারণেই নাকি এই অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন দিব্যানি।
তবে অভিষেক ও শার্লির প্রেম নিয়ে নানা জলঘোলা হয়েছিল আগেও, সেই কারণেই হয়তো এতটা গোপনীয়তা। দু’জনেই জানালেন, রেজিস্ট্রির সময় আবেগে ভিজে গিয়েছিল চোখ, কাঁপছিল হাত! এখন তাঁরা একে অপরের, আর এই নতুন অধ্যায়ে তাঁরা দারুণ খুশি।
