বিগত বেশ কিছুদিন নেটনাগরিকদের কটাক্ষের শিকার হন 'বউ কথা কও' খ্যাত নায়ক ঋজু বিশ্বাস। অভিনেতা। তাঁর বন্ধুবৃত্তের একাধিক মহিলাকে 'বাই দ্য ওয়ে শাড়িতে তোমায় সুন্দর লাগছে' লিখে বিপাকে পড়েন। সোশ্যাল মিডিয়া জুড়ে বইতে থাকে কটাক্ষ, বিদ্রুপ, সমালোচনা, ট্রোলিংয়ের ঝড়। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে এই বিষয়টায় ইতি টানার আকুতি জানান অভিনেতা। আর তারপরই এবার নেটনাগরিকদের কাঠগড়ায় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি বৃন্দাবন বেড়াতে গিয়েছিলেন। সেখানকার একাধিক ছবি, ভিডিও তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলে তাঁকে কটাক্ষের মুখে পড়তে হয়। তাঁর প্রেম জীবন নিয়ে শুরু হয় কাটাছেঁড়া।
শন সমাজমাধ্যমে বৃন্দাবন সফরের ছবি, রিল পোস্ট করতেই অনেকেই যেমন তাঁর প্রশংসা করেছেন বাহবা দিয়েছেন, তেমন অনেকেই আবার তাঁকে 'ঘরভাঙানি', 'ঠগ', 'বিশ্বাসঘাতক'-এর তকমা দিয়েছেন। আর লাগাতার এই কটাক্ষের পর এবার রীতিমত ফুঁসে উঠলেন তিনি। এভাবে অকারণ ঘৃণা না ছড়ানোর আর্জিও জানান।
কী ঘটেছে? নেটনাগরিকদের দাবি অভিনেতা এমন এক মডেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন যিনি এর আগে আট বছর একটি সম্পর্কে ছিলেন, একত্রবাসও করতেন আগের প্রেমিকের সঙ্গে। এত কিছু জেনে শনের নাকি উচিত হয়নি সেই মডেলের সঙ্গে সম্পর্কে জড়ানো। এক ব্যক্তি তাঁর উদ্দেশ্যে লেখেন, 'আপনারা কখনও সুখী হবেন না। সবাইকেই কর্মফল ভোগ করতে হয়।' কেউ কেউ আবার প্রশ্ন তোলেন, 'সব জেনে শুনে এমন একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেন?' কোনও নেটিজেন আবার লেখেন, 'ঘরভাঙানি।'
এই ঘটনার পরই এদিন সোশ্যাল মিডিয়া শন তাঁর নিজের মতামত তুলে ধরেন। সেই বিবৃতিতে 'রোশনাই' খ্যাত অভিনেতা লেখেন, 'আমি সাধারণত সোশ্যাল মিডিয়ায় কিছু লিখি না, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা আর এড়ানো ঠিক হবে না। এটা নিয়ে কথা বলা উচিত। আমি ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি এবং রিল পোস্ট করেছিলাম, তারপরই যেভাবে নোংরা মন্তব্য করা হল আমার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম জীবন নিয়ে...। আমি বৃন্দাবন গিয়েছিলাম, আর আমার সেই অভিজ্ঞতাই সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম। আমি আগেও এই ধরনের মন্তব্য পেয়েছিলাম, কিন্তু এড়িয়ে গিয়েছিলাম।'

অভিনেতা এদিন নেটিজেনদের অনুরোধ করেন এভাবে ঘৃণা না ছড়াতে। তাঁর কথায়, 'আমরা এমন একটা দুনিয়ায় থাকি যেখানে এমনই প্রচুর সমস্যা, বিবাদ, ঘৃণা রয়েছে। অন্যের প্রতি সদয় হওয়ার জন্য বিন্দুমাত্র চেষ্টা করলেই হয়। আমি আমার দর্শকদের ভীষণ ভালবাসি, কৃতজ্ঞ তাঁদের সমর্থন এবং ভালবাসার জন্য। তাঁদের ভালবাসার জবাবে বিনয়ী থাকার চেষ্টা করেছি, ভাল ব্যবহার করেছি। কিন্তু কখনও কখনও অতিরিক্ত ভদ্রতা বা চুপ থাকা অন্য লোকেদের সীমা অতিক্রম করার সাহস জোগায়। এই গতিমান, রেষারেষির দুনিয়ায় সহৃদয়তা, অন্যের প্রতি সহানুভূতি দেখাতে ভুলে যাই কখনও কখনও। বোঝার চেষ্টা করি না, উল্টো দিকের মানুষটার কী মনে হল। কিন্তু একটু সহানুভূতিপ্রবণ হলে বোধহয় দুনিয়াটা আরও ভাল হতে পারে।'
প্রসঙ্গত শন বন্দ্যোপাধ্যায়কে দর্শকরা শেষবার 'রোশনাই' ধারাবাহিকে দেখেছিলেন। সেই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর তিনি ছোটপর্দায় ফিরেছিলেন। আগামীতে তিনি নিয়ে আসছে 'দ্য রেসিডেন্ট' নামক এক ছবি।
