রবার্ট প্যাটিনসনের গথামে বড়সড় বদল! ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’-কে ঘিরে এমনই ইঙ্গিত দিচ্ছে হলিউডের অন্দরমহল। ম্যাট রিভস পরিচালিত এই সিক্যুয়েলে যোগ দিতে প্রাথমিক স্তরের আলোচনায় যোগ দিয়েছেন স্কারলেট জোহানসন! একই সঙ্গে প্রায় নিশ্চিত, প্রথম ছবিতে ক্যাটউম্যান সেলিনা কাইলের ভূমিকায় নজর কেড়েছিলেন যিনি, সেই অভিনেত্রী জোই ক্রাভিট্জ তিনি এই ছবিতে আর ফিরছেন না। খবরের বৈধতা বাড়িয়েছে একাধিক আন্তর্জাতিক বিনোদনমাধ্যম।
ডিসি স্টুডিওস সমর্থিত ছবিটির শুটিং শুরু হওয়ার কথা আগামী বসন্তে। প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য অক্টোবর ২০২৭। চলতি বছরের শুরুতেই ছবির চিত্রনাট্য শেষ করেছেন ম্যাট রিভস ও তাঁর দীর্ঘদিনের সহযোগী ম্যাটসন টমলিন। কিন্তু গল্পের খুঁটিনাটি নিয়ে টিম কার্যত লোহার পর্দা নামিয়েছে। স্কারলেট জোহানসনের সম্ভাব্য চরিত্র তো দূরের কথা, কাহিনির কেন্দ্রবিন্দু নিয়েও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
এই গোপনীয়তার কারণও কম নয়। সম্প্রতি এক অনুষ্ঠানে রিভস নিজেই জানান, ছবির চিত্রনাট্য বহন করা হয়েছে তালাবদ্ধ, কোড-সুরক্ষিত বিশেষ পাউচে। পরিচালকের ভাষায়, “এটা দীর্ঘ এক যাত্রা ছিল, কিন্তু আমি ভীষণভাবে উত্তেজিত। ম্যাটসনের সঙ্গে আমরা যে চিত্রনাট্যটা লিখেছি, তা নিয়ে আমি খুব গর্বিত।” সেই সময় নাকি প্যাটিনসন নিউ ইয়র্কে ছিলেন, ফলে পুরো বিষয়টাই রাখা হয়েছিল “হাই সিকিউরিটি”-তে। হলিউডে এমন কড়া নিরাপত্তা নিজেই বাড়িয়ে দিচ্ছে কৌতূহল।
যদি চুক্তি চূড়ান্ত হয়, তবে স্কারলেট জোহানসনের ডিসি-তে প্রবেশ নিঃসন্দেহে এক বড় কৌশলগত সংযোজন। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ‘ব্ল্যাক উইডো’ হিসেবে তিনি ছিলেন অন্যতম স্তম্ভ। এবার সেই ‘কমিক-বুক স্ট্রিট’ পেরিয়ে ব্যাটম্যানের অন্ধকার গথামে তাঁর পা রাখা, ফ্র্যাঞ্চাইজি রাজনীতির দিক থেকেও গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য যে, সম্প্রতি তিনি অভিনয় করেছেন বক্স অফিসে ৮০০ মিলিয়ন ডলারের গণ্ডি ছোঁওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’-এ। সামনেই রয়েছে ‘দ্য এক্সরসিস্ট’ রিবুট, নিজের পরিচালনায় প্রথম ছবি ‘এলিনর দ্য গ্রেট’, এবং জেমস গ্রের ‘পেপার টাইগার’।
অন্যদিকে, জোই ক্রাভিট্জের অনুপস্থিতি সিক্যুয়েলের চরিত্র-সমীকরণকে নতুনভাবে সাজাতে পারে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাটম্যান’ বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় ৭৭২ মিলিয়ন ডলার। ফলে দ্বিতীয় পর্বে প্রত্যাশার চাপ আকাশচুম্বী। নতুন মুখ, নতুন শক্তি আর কড়া গোপনীয়তার আবরণে মোড়া এই সিক্যুয়েল যে আগের থেকেও বেশি অন্ধকার, বেশি জটিল গথামের ইঙ্গিত দিচ্ছে তা বুঝতে বেশি কষ্ট হয় না।
