চার মাস পর নিজের পুরনো জায়গায় ফিরলেন সায়ন্ত মোদক। অভিনয় করলেও এতদিন ভ্লগিং থেকে দূরে ছিলেন সায়ন্ত। অবশেষে বিরতি নিয়ে আবার ভ্লগিং শুরু করলেন। ক্ষমা চাইলেন, হাতজোড় করে অনুরোধ করলেন অনেক কিছু। তবে কাদের উদ্দেশ্যে এই কথা বললেন? কেন এতদিন ভ্লগিং থেকে দূরে ছিলেন তিনি? কেনই বা আবার ফিরলেন পুরনো জীবনে? অবশেষে সবকিছু নিয়ে মুখ খুললেন অভিনেতা ও ভ্লগার।
দেবচন্দ্রিমা এবং কিরণ বিতর্ক নিয়ে অত্যন্ত কটাক্ষের মুখে পড়তে হয় সায়ন্তকে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন দুই প্রাক্তন। এমনকি সরাসরি কিছু না বললেও সায়ন্তর বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগও আনেন দেবচন্দ্রিমা। সেই সময় থেকেই সায়ন্তকে কটাক্ষের মুখে পড়তে হয়। শুধু তাই নয়। অসহায় পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে কিরণ কাঁদতে কাঁদতে লাইভ করেন। সেই সময় তার পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা। কারণ তাঁর দাবি, এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকেও।
কিরণের টাকায় কেনার জিনিস সায়ন্তর থেকে আদায় করেছিলেন দেবচন্দ্রিমা। সেই সময় থেকেই ভ্লগিং বন্ধ রেখেছিলেন সায়ন্ত। অবশেষে চার মাস পর সামাজিক মাধ্যমে এসে সায়ন্ত বললেন, "চার মাস পর অবশেষে আমি আবার ভ্লগিং শুরু করলাম। সকলের জীবনে ওঠানামা এবং হার-জিৎ রয়েছে। আমিও তেমন এক পরিস্থিতির মধ্যে দিয়েই গিয়েছি। এই কয়েকটা দিন নিজেকে গুছিয়ে নিতে সময় নিলাম। আশা করি, আমি বদলে গিয়েছি। এই পরিস্থিতি আমাকে ভালর জন্য বদলাতে সাহায্য করেছে। আমার মনে হয় আমি আগের থেকে অনেকটাই বদলে গিয়েছি। তবে এই সময় আমি তাদেরক ধন্যবাদ জানাতে চাই যাঁরা অনেক বাজে কমেন্ট এর মধ্যেও ভাল কমেন্ট করেছেন। আমার পাশে থেকেছেন এবং আমায় বিশ্বাস করেছেন। যা হয় হয়তো ভালর জন্যই হয়। আমি এই কয়েক মাসে বহু মানুষ চিনতে পেরেছি। এমন বহু অচেনা মানুষদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে যারা আমায় এই কঠিন সময় ভাল থাকতে শিখিয়েছেন, পাশে থেকেছেন। আবার হয়তো এমন অনেকেই ছিলেন, যাদের আমি বন্ধু ভাবতাম বা এক সময় তাদের দরকারে পাশে থেকেছি, তারা আমার থেকে পালিয়ে বেরিয়েছেন। আমার কোনও খবর নেয়নি।"
সায়ন্ত জানান একটি বাইক দুর্ঘটনার মুখে পড়েন তিনি। পায়ে ভয়ঙ্কর চোট পান। তিনি বলেন, "তবে এই কঠিন সময় আমায় আগলে রেখেছিলেন, আমার ভাল চেয়েছেন, তাদের নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে চাই। আমি তাদের কাছে ক্ষমা চাইছি। যাঁরা আমার ভ্লগ দেখেন বা দেখতে চান, কারণ পরিস্থিতির কারণে আমি সব কিছু থেকে দূরে ছিলাম। খানিকটা ইচ্ছে করেই এই বিরতি নিয়েছিলাম। আমার মনে হয় এই বিরতিটা দরকার ছিল।"
সেই ভিডিওয় সকলের কাছে হাতজোড় করে অনুরোধ করলেন এবং ক্ষমা চাইলেন সায়ন্ত। অতীতের কঠিন সময় ভুলে আবার নিজের পুরনো জীবনে ফিরলেন সায়ন্ত। দাবি করেছেন, তিনি এখন আগের থেকে অনেকটা বদলে গিয়েছেন। যদিও এই ভিডিওয় সায়ন্তকে নানা ভাবে কটাক্ষ করা হয়।
