সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
ফিরছেন হর্ষবর্ধন-মাওরা জুটি?
২০১৬ সালে মুক্তি পেয়েছিল হর্ষবর্ধন রানে ও মাওরা হোসেন অভিনীত ছবি 'সনম তেরি কসম'। মুক্তির পর বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ছবির গান এবং অভিনেতা, অভিনেত্রীর অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকের। মুম্বইসংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন নির্মাতারা। কিন্তু এই সিক্যুয়েলে থাকবেন না হর্ষবর্ধন,মাওরা। নতুন মুখের খোঁজে রয়েছেন নির্মাতারা। এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবি তৈরির কাজ। জানা যাচ্ছে, এই সিক্যুয়েলের নাম আপাতভাবে 'জনম তেরি কসম' ঠিক করা হয়েছে।
বলিউডে পা ধাওয়ান পরিবারের নতুন সদস্যের
এবার বলিউডে আত্মপ্রকাশ করলেন অভিনেতা বরুণ ধাওয়ানের ভাইঝি অঞ্জিনী ধাওয়ান। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর ছবি 'বিন্নি অ্যান্ড ফ্যামিলি'। এই ছবিতে দেখা যাচ্ছে নমন ত্রিপাঠি,পঙ্কজ কাপুর, রাজেশ কুমার, হিমানি শিবপুরীর মতো পরিচিত অভিনেতাদের। একতা কাপুরের বালাজি মোশন পিকচার্সের প্রযোজনায় ৩০ আগস্ট মুক্তি পেয়েছে এই ছবি। ভাইজির বলিউড অভিষেকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বরুণ।
দিয়াকে দেখলেই ভয়ে কাঁপতেন মাধবন?
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আর মাধবন বলেন যে, কালজয়ী ছবি 'রেহনা হ্যা তেরে দিল মে' ছবির সেটে তিনি দিয়া মির্জাকে দেখে ভয় পেতেন। এর কারণ হিসেবে অভিনেতা বলেন, "আমি খুব ছাপোষা ধরনের আর অন্যদিকে আমার নায়িকা 'মিস এশিয়া পেসিফিক ২০০০'-এর বিজয়ী। দিয়া এলেই মনে হত সেটে সবাই ওর দিকেই তাকিয়ে থাকবেন আমায় কেউ গুরুত্ব দেবেন না। যদিও তা একেবারেই হয়নি। তবুও ভয়টা ছিল। এই কারণে দিয়ার সঙ্গে প্রথমদিকে কথা বলতেও সঙ্কোচ বোধ করতাম। পরে যদিও আমরা খুব ভাল বন্ধু হয়ে যাই।"
ফের মুক্তি পিছল 'ইমার্জেন্সি'র
কঙ্গনা রানাউতের আসন্ন ছবি 'ইমার্জেন্সি'র মুক্তি ফেরত পিছিয়ে গিয়েছে। এই বিষয়ে মুম্বই সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, কিছুতেই সেন্সর বোর্ড এই ছবির শংসাপত্র দিচ্ছে না তাঁকে। আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। তার মধ্যে শংসাপত্র পাওয়া না গেলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান অভিনেত্রী।
