নিজস্ব সংবাদদাতা: মধ্যরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠল ছোটপর্দার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁর গাড়ির ধাক্কায় আহত এক বাইক আরোহী। অভিনেতাকে গ্রেফতার করা হয় মঙ্গলবার সকালে।
পুলিশ সূত্রে খবর, অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে বেহালা চৌরাস্তার দিক থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিলেন সিরিয়াল অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। তারপর এক বাইক আরোহীকে ধাক্কা দেয়। ফলে গুরুতর জখম হন আরোহী। এই অভিযোগ দায়ের হলে মঙ্গলবার সকালেই অভিনেতাকে গ্রেফতার করা হয়। তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। তিনদিনের পুলিশি হেফাজতে থাকবেন অভিনেতা।
এই মুহূর্তে সান বাংলার 'আকাশ কুসুম' ধারাবাহিকে 'রক্তিম'-এর চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এদিন সকাল ১১টায় ভিলাইন স্টুডিওতে শুটিংয়ের কথা ছিল সম্রাটের। কিন্তু এই ঘটনার কারণে সেখানে দেরি করে পৌঁছবে কথা দিলেও ফ্লোরে যেতে পারেননি নায়ক। শুটিং ফ্লোর সূত্রে খবর, এই মুহূর্তে কিছু পর্ব তাঁদের শুট করা রয়েছে। তাই আজ সম্রাটকে ছাড়াই বাকিদের নিয়ে চলেছে শুটিং। এরপর সম্রাটকে ব্যাড দিয়েই এগোবে গল্পের নতুন মোড়। কিন্তু কতদিন? চিন্তায় চ্যানেল কর্তৃপক্ষ। বেলে ছাড়া পেলেই কি ধারাবাহিকে ফিরবেন তিনি? নাকি এই ঘটনায় হবে নায়ক বদল? যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি চ্যানেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সম্রাট মুখোপাধ্যায়ের এই ঘটনায় প্রথমে আঁতকে ওঠেন সহকর্মী কথা চক্রবর্তী। 'আকাশ কুসুম'-এ সম্রাটের বিপরীতে 'ডালি'র চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। কথার সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রথমে ভুয়ো খবর বলে বিষয়টি এড়িয়ে গেলেও পরে ঘটনায় বেশ অবাক হয়েছেন বলেই জানান কথা।
