সংবাদ সংস্থা মুম্বই: তাঁর নতুন ছবি ‘সিকান্দর’ বক্স অফিসে মোটেই ভাল ব্যবসা করেনি। এহেন আবহেই সলমন খানের অনুরাগীদের জন্য সুখবর! শোনা যাচ্ছে, একটি বড়সড় ছবির প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে পারে ‘ভাইজান’। কান পাতলেই শোনা যাচ্ছে সেই প্রজেক্টের নাম ‘বজরঙ্গি ভাইজান ২’!
সলমন খান নাকি চলতি সপ্তাহেই দেখা করেছেন বর্ষীয়ান ও জনপ্রিয় চিত্রনাট্যকার ভি. বিজয়েন্দ্র প্রসাদ-এর সঙ্গে। আর এই বৈঠক ঘিরেই উসকে উঠেছে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর গুঞ্জন। যদিও দুই পক্ষই এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন, তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি—এই আলোচনার নেপথ্যে সেই বহু প্রতীক্ষিত ছবির সিক্যুয়েলের কথাই মূলত উঠে এসেছে।
প্রসঙ্গত, মূল ‘বজরঙ্গি ভাইজান’-এর চিত্রনাট্যও লিখেছিলেন বিজয়েন্দ্র প্রসাদ এবং বহু আগেই তিনি জানিয়েছিলেন যে ছবির সিক্যুয়েলের চিত্রনাট্যও তাঁর কাছে তৈরি—শুধু অপেক্ষা ছিল সলমন খানের সিলমোহরের। যদি সলমনের সঙ্গে নতুন করে তাঁর আলোচনার খবর সত্যি হয়, তাহলে ‘বজরঙ্গি ভাইজান ২’ তৈরির সবুজ সংকেত হয়তো এবার মিলতে পারে।
অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সলমন খান কয়েকদিন আগেই ভি. বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা করেছেন। ওঁদের মধ্যে নতুন কিছু ভাবনা নিয়ে আলোচনা হয়েছে, যা খুব সম্ভবত ‘বজরঙ্গি ভাইজান ২’-এর জন্য। এমনকি পরিচালক কবীর খান-কেও এই প্রজেক্টে যুক্ত করার সম্ভাবনা আছে। এখন বড় প্রশ্ন—কবীর খান কি ফিরবেন পরিচালকের আসনে? যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে শোনা যাচ্ছে, চিত্রনাট্য পাকা হলেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। ভক্তরা তো চাইবেনই, প্রথম ছবির মতো আবেগভরা পরিচালনার জাদু আবার দেখতে।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’ ছিল বক্স অফিস ব্লকবাস্টার। পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর দর্শকদের হৃদয় কেড়েছিল এক পাকিস্তানি শিশুকন্যাকে কীভাবে প্রায় ফাঁকা পকেটে তার দেশে ফিরিয়ে নিয়ে গেল সলমন অভিনীত চরিত্র পবন কুমার চতুর্বেদী। স্রেফ ভালবাসা ও স্নেহকে পুঁজি করে।
অনুরাগীদের আশা, যদি ‘বজরঙ্গী ভাইজান ২’ তৈরির খবর সত্যি হয় তবে এই ছবি হতে চলেছে এইমুহূর্তে সলমনের কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।
