বলিউডে তাঁদের বন্ধুত্বের গল্প অনেক পুরনো। সলমন খান ও রিতেশ দেশমুখ দু’জনেরই মধ্যে রয়েছে এমন এক উষ্ণ সম্পর্ক, যা বছরের পর বছর আরও গভীর হয়েছে। এবার সেই বন্ধুত্বেরই এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জানা গিয়েছে, রিতেশ দেশমুখের আসন্ন ঐতিহাসিক ছবি রাজা শিবাজি-তে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সলমন খানকে। ছবিতে সলমনের চরিত্র অতিথির হলেও তা ছবির জন্য নাকি বেশ গুরুত্বপূর্ণ। 

 

খবর, যদিও সলমনকে দেখা যাবে একটি স্বল্পদৈর্ঘ্যের দৃশ্য, কিন্তু আবেগ ও প্রভাবের দিক থেকে তা ছবির অন্যতম শক্তিশালী মুহূর্ত হয়ে উঠবে। সূত্রের দাবি, সলমন নভেম্বরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে দু’দিন ডেট দিয়েছেন টাইগার, তাঁর এই দৃশ্যের শুটিংয়ের জন্য।

 

প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, “সলমন সবসময় রিতেশের খুব কাছের বন্ধু। রিতেশ যখন ওঁকে ‘রাজা শিবাজি’-তে অতিথি চরিত্রের জন্য অনুরোধ করেন, এক মুহূর্তও দেরি করেননি সলমন। বিগ বস ১৯ ও ব্যাটেল অফ গলওয়ান-এর শুটিংয়ের মাঝেই ও দু’দিন সময় দিয়েছেন এই ছবির জন্য।”

 

সূত্র আরও যোগ করেছে, সলমন নাকি এই চরিত্রের জন্য একদম পারফেক্ট। ওঁর উপস্থিতি ছবিতে এক অন্য মাত্রা যোগ করবে। এর আগেও ‘লাই ভারি’ ও ‘বেদ’-এর মতো ছবিতে রিতেশের সঙ্গে ওর সহযোগিতা দর্শক ভীষণ ভালবেসেছে। তাই এবারও এই ছবির নির্মাতারা এমন কিছু পরিকল্পনা করছেন, যা দর্শকদের মনে দাগ কাটবে।

 

এই ছবিতে সলমন খানকে দেখা যাবে ছত্রপতি শিবাজি মহারাজের অনুগত যোদ্ধা জীভা মহালা চরিত্রে। ইতিহাসে তিনি শিবাজি মহারাজের সেনাবাহিনীর অন্যতম সাহসী সেনাপতি ও দেহরক্ষী ছিলেন। সলমনের প্রভাবশালী উপস্থিতি সেই কিংবদন্তি চরিত্রকে এক নতুন শক্তি দেবে বলে বিশ্বাস ছবির নির্মাতাদের।

 

রিতেশ দেশমুখ নিজেই এই ছবির পরিচালক ও মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তাঁর সঙ্গে রয়েছেন অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, মহেশ মঞ্জরেকর, সচিন খেদেকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জিতেন্দ্র যোশী, অমোল গুপ্তে এবং রিতেশের স্ত্রী জেনেলিয়া দেশমুখ।

 

ঐতিহাসিক গর্ব ও আবেগে ভরা ‘রাজা শিবাজি’ মুক্তি পাবে ২০২৬ সালের ১ মে মহারাষ্ট্র দিবসে। আর তাতেই পর্দা জুড়ে আবার দেখা যাবে বন্ধুত্ব ও তারকার শক্তির এক অনন্য মেলবন্ধন। সলমন ও রিতেশের রসায়নে। প্রসঙ্গত,  চলতি বছরের গোড়াতেই রিতেশ দেশমুখ ঘোষণা করেছিলেন নিজের স্বপ্নের প্রজেক্ট ‘রাজা শিবাজি’-র কথা। ছবিতে শুধুমাত্র ছত্রপতি শিবাজির ভূমিকাতেই অভিনয় নয়, তাঁর কাঁধে রয়েছে পরিচালনার দায়িত্বও। ছত্রপতি শিবাজির জীবনের এমন এক অধ্যায় বলা হবে এই ছবিতে, যেখানে বিদ্যার চরিত্র দর্শকদের মনে দাগ কাটবে। ছবির স্কেলে কোনও কমতি রাখা হচ্ছে না। এক সূত্র বলেছে, "ছবির কনটেন্টও হবে সৎ এবং হৃদয় থেকে উঠে আসা।”