বলিউডের 'ভাইজান' সলমন খান যখনই জনসমক্ষে আসেন, তখনই শিরোনামে উঠে আসেন। এবার তাঁর নতুন লুকের জন্যই তাঁকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা গেল অভিনেতাকে— তবে চেনা লুকে নয়, একেবারে ক্লিন শেভড চেহারায়!
অভিনেতা তাঁর আসন্ন সিনেমা 'ব্যাটল অফ গলওয়ান'-এর শুটিং পর্ব শেষ করে ফিরেছেন। দীর্ঘ সময় ধরে এই ছবির জন্য তাঁকে গোঁফ এবং একটি বিশেষ লুক ধরে রাখতে হয়েছিল। কিন্তু শুটিং শেষ হতেই তিনি তাঁর সেই লুক পরিবর্তন করেছেন। বিমানবন্দরে সলমনকে দেখা গেল এক্কেবারে ঝাঁ চকচকে ক্লিন শেভড লুকে, যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।

'ব্যাটল অফ গলওয়ান' ছবির শুটিং হয়েছে লাদাখের মতো দুর্গম অঞ্চলে। সেখানে তীব্র ঠান্ডা এবং অক্সিজেনের অভাবের মতো চ্যালেঞ্জিং পরিবেশে অভিনেতাকে কাজ করতে হয়েছে। এই কঠোর শিডিউল শেষ করার পরই তাঁর এই চেহারার পরিবর্তন। বিমানবন্দরে তাঁর পোশাকও ছিল নজরকাড়া কিন্তু ক্যাজুয়াল। তিনি পরেছিলেন একটি কালো টি-শার্ট, সঙ্গে ডেনিম জিনস, এবং তার ওপর একটি কালো জ্যাকেট।মাথায় ছিল একটি টুপি। কিন্তু এর মধ্যে তাঁর মসৃণ, ক্লিন শেভড চেহারাটিই ছিল মূল আকর্ষণ। সাধারণত 'দাবাং' ফ্র্যাঞ্চাইজির 'চুলবুল পান্ডে'-র মতো গোঁফওয়ালা লুকে তাঁকে দেখতে অভ্যস্ত ভক্তরা। তাই তাঁর এই নতুন রূপান্তর অনেকের কাছেই এক বিরাট চমক।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, লাদাখের শুটিংয়ের পর তিনি কিছুদিনের বিরতি নিয়েছেন। তবে শীঘ্রই তিনি ছবির পরবর্তী শিডিউলের কাজ শুরু করবেন মুম্বইয়ে। সলমনের এই নতুন চেহারাটি ইঙ্গিত দিচ্ছে, তাঁর পরবর্তী চরিত্রের জন্য হয়তো তিনি নিজেকে প্রস্তুত করছেন, অথবা শুধুমাত্র দীর্ঘ শুটিং পর্ব শেষে নিজের ব্যক্তিগত পছন্দ মতো লুকে ফিরেছেন।
সোশ্যাল মিডিয়ায় তাঁর এই নতুন লুকের ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অনুরাগীরা উচ্ছ্বসিত মন্তব্য করতে শুরু করেছেন। অভিনেতার বয়স ৬০ ছুঁইছুঁই হলেও, এই চেহারার পরিবর্তন প্রমাণ করে যে তাঁর গ্ল্যামার এবং আকর্ষণ এতটুকুও কমেনি। সলমনের এই নতুন লুক দেখে এখন ভক্তরা তাঁর আগামী ছবির জন্য আরও বেশি করে অপেক্ষা করছেন।
