আজকাল ওয়েবডেস্ক: ২০০৩ সালে মুক্তি পায় সলমন খানের সুপারহিট ছবি ‘তেরে নাম’। ছবিতে ‘ভাইজনে’র অভিনয় অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তবে শুধু অভিনয় নয়, আরও একটি বিষয় নজর কেড়েছিল ভক্তদের। সালমান খানের চুলের স্টাইল। মাঝখান থেকে সিঁথি কাটা দু’দিকে লম্বা করে বানানো সেই চুল নকল করতে শুরু করেছিলেন বহু অনুরাগী। এত বছর পর সেই কেশবিন্যাস নিয়ে মুখ খুললেন ‘সিকন্দর’।

সম্প্রতি নেটফ্লিক্স-এ কৌতুকশিল্পী কপিল শর্মার শো-তে হাজির হন বলিপাড়ার ‘বজরঙ্গি ভাইজান’। সেখানেই চুলের বিষয়টি খোলসা করেন তিনি। সলমন বলেন, “তেরে নাম ছবির যে কেশসজ্জা ছিল সেটি এপিজে আব্দুল কালামের থেকে অনুপ্রাণিত।”

তবে এই প্রথম নয়, সলমন যে বরাবরই প্রাক্তন রাষ্ট্রপতির ভক্ত তা এর আগেও জানিয়েছেন তিনি। ২০১৫ সালে প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর পর আবেগঘন টুইট ( বর্তমান এক্স ) করেন সলমন। লেখেন, “আমি আপনাকে খুব মিস করব কালাম সাহেব। গোটা ভারত আপনাকে মিস করবে।” একজন রাষ্ট্রপতি, বিজ্ঞানী এবং সর্বোপরি একজন শিক্ষক হিসাবে এপিজে আব্দুল কালাম বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও লিখেছিলেন সলমন। প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে তাঁর শেষবার দেখা না হওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন সলমন।