সংবাদসংস্থা মুম্বই: এই প্রথমবার বলিউড সুপারস্টার সলমন খানের সঙ্গে জুটিতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে। পরিচালক এ আর মুরুগাদোসের পরিচালনায় 'সিকান্দর'-এর নায়িকা হিসাবে ধরা দিয়েছিলেন তিনি।
২০২৫-এর ঈদে মুক্তি পেয়েছে সলমন খানের 'সিকান্দর'। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন আমির খানের সুপারহিট ছবি 'গজনি'-এর পরিচালক এ আর মুরুগাদোস। রশ্মিকাকে টেক্কা দিতে এই ছবিতে ছিলেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। যদিও নানা চমকে ভরপুর থাকলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি 'সিকান্দর'। 'ভাইজান'-এর ম্যাজিক এক্ষেত্রে কাজ করেনি বলাই যায়।
সম্প্রতি, নেটপাড়ায় ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ থেকে জানা যাচ্ছে ছবিতে কাজল আগরওয়ালের একটি দৃশ্যকে বাদ দেওয়া হয়েছে। যে দৃশ্যে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আর সলমন খান তাঁকে জীবনবোধের পাঠ দেন। কিন্তু এই দৃশ্যটি বাদ যায় ছবি থেকে। যা এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। নেটিজেনদের দাবি, ছবিতে এই দৃশ্যটি থাকলে বক্স অফিসের সাফল্য কেউ আটকাতে পারত না। কারণ, বর্তমানে সমাজের পরিস্থিতির কথা মাথায় রেখে এই দৃশ্যটি দর্শকের মনোযোগ আকর্ষণ করত। তাই সলমনের 'সিকান্দর' 'সুপারহিট' তকমাও পেত হয়ত।
