সংবাদ সংস্থা মুম্বই: সলমন খানের নতুন ছবি ‘সিকান্দর’ মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়! ঈদের বড় রিলিজ, বিশাল বাজেট, রশ্মিকা মন্দনার সঙ্গে নতুন জুটি—তবুও ছবিটি প্রত্যাশিত সাড়া পেল না। দর্শকদের বক্স অফিসে যে ভালবাসা দেখানোর কথা ছিল, তার বদলে দিলেন কড়া সমালোচনা। এআর মুরুগাদোস পরিচালিত এই অ্যাকশন-থ্রিলার ঈদের ছুটিতেও তেমন দর্শক টানতে পারেনি। যদিও দু’দিনেই ৫০ কোটির বেশি আয় করেছে, 'সিকান্দর' কিন্তু ছবি সম্পর্কে বহুল সংখ্যক দর্শকের প্রাথমিক প্রতিক্রিয়া, সলমন যেন আর আগের মতো জাদু তৈরি করতে পারছে না পর্দায়।
টুইটার, ফেসবুকে-এ এখন একটাই আলোচনার বিষয়—সলমন খানের কেরিয়ার কি শেষ? ‘টাইগার’-এর অভিনয় নিয়ে ক্ষুব্ধ নেটিজেনদের কেউ কেউ সরাসরি তাঁকে অবসরের পরামর্শ দিয়ে ফেলেছেন! একজন ক্ষোভ উগরে লিখেছেন— “প্রিয় সলমন, যদি সিনেমার জন্য একটু পরিশ্রম না করতে পারেন, তবে দোয়া করে অবসর নিন। আপনার বর্তমান অবস্থা দেখে কষ্ট হচ্ছে।”
Dear Salman, if you can't put some effort in film, please retire. Its so ugly to see you like this. #Sikandar
— Mr. Tycoon (@NBHTycoon)Tweet by @NBHTycoon
আরেকজন লিখলেন—“একটা ৬০ বছরের মানুষ যখন জোর করে ২৫ বছরের তরুণ সাজে, তখন দর্শকরা সেটা আর মেনে নেয় না! ‘সিকান্দর’-এর কোনও দর্শক নেই, জনগণ আপনাকে স্পষ্ট জবাব দিয়ে দিয়েছে— অবসর নিন!” নেটপাড়ার অন্য এক বাসিন্দার মন্তব্য — “আবেগ জড়িয়ে রয়েছে, এমন সব দৃশ্যে সলমনের উন্নতি করা দরকার। আগে তাঁর যে সহজাত অভিব্যক্তি ছিল— ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘কিক’ বা ‘ভারত’-এ— সেটা এখন কোথাও হারিয়ে গিয়েছে। ফলে কৃত্রিম লাগছে! যদি সেই পুরোনো ম্যাজিক ফিরিয়ে আনতে পারেন, তবে অভিনয় আরও উন্নত হবে।”
চোখ কেড়েছে একজন হতাশ ভক্তের স্পষ্ট মন্তব্যও— “দয়া করে কিছু মনে করবেন না, কিন্তু আপনার বিশ্রাম নেওয়া উচিত, অথবা আরও ভালো গল্প বেছে নেওয়া উচিত। ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সিনেমায় কাজ করুন, নাহলে দয়া করে কিছু করবেন না! অন্তত ভক্তদের আবেগ নিয়ে খেলবেন না।”
Salman Khan should focus on enhancing his emotional performance
— RADHE (@BEINGRADHEYA)
Lately, his expressions seem somewhat forced, lacking the natural charm he displayed in earlier films like BB, Sultan, Kick and Bharat
Capturing that authenticity again will elevate his craft significantly#SikandarTweet by @BEINGRADHEYA
মুক্তির দ্বিতীয় দিন ভারতে ২৯ কোটি আয় করেছে ‘সিকান্দর’। প্রথম দুই দিনের মোট কালেকশন ৫৫ কোটি টাকা যা সলমন খানের ছবির নিরিখে অত্যন্ত হতাশাজনক। ঈদের ছুটির দিনেও সিনেমাহলে দর্শকের সংখ্যা ছিল যথেষ্ট কম। ৩০ মার্চ, সোমবার, ছবির হিন্দি ভার্সনের মোট দর্শক উপস্থিতি ছিল মাত্র ২৪.৬০%।
এত বড় রিলিজের পরও যদি সিনেমাহলে দর্শকের ভিড় না হয়, তাহলে এটা কি স্পষ্ট ইঙ্গিত নয় যে দর্শকরা কেবলমাত্র স্টারডম দেখে আর সিনেমা দেখতে রাজি নয়?একটা কথা স্পষ্ট—‘সিকান্দার’-এর পারফরম্যান্স সলমন খানের ছবির ক্ষেত্রে বড় একটি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। শুধু সুপারস্টার তকমা আর মশলাদার, ধুমধাড়াক্কা অ্যাকশন দিয়ে আর দর্শক টানা যাচ্ছে না। এবার কি সলমন নতুন ভাবে ফিরে আসবেন না কি সত্যিই স্টারডমের যাত্রা শেষের পথে? নাকি বড়সড় কোনও চমক দেখিয়ে সবাইকে ভুল প্রমাণ করবেন?
