সংবাদ সংস্থা মুম্বই: ২৭ ডিসেম্বর শুক্রবার, ৫৮তম জন্মদিন পালন করছেন সলমন খান। তবে তাঁর জন্মদিন উপলক্ষে রাখা হয়নি বড়সড় কোনও পার্টি। অথবা এই দিনটি ঘিরে বাড়তি জৌলুস এ বছর নেই সলমনের পরিবারে। তবে তিনি যে তাঁর ‘মালিক’-এর জন্মদিন নিয়ে দারুণ উত্তেজিত তা জানাতে ভুললেন না সলমনের বহু বছরের প্রধান দেহরক্ষী শেরা। শুক্রবার ভোররাতে ছোট্ট করে সলমনের জন্মদিন উদ্যাপন অনুষ্ঠান থেকে একটি ছবি পোস্ট করেছেন শেরা। সেখান দেখা যাচ্ছে সলমনের কাঁধে হাত দিয়ে তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সলমন-ও হাসিমুখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার সামনে। ছবিতে দেখা যাচ্ছে টাইগার পরে রয়েছেন কালো রঙের টিশার্ট এবং খয়েরিরঙা জ্যাকেট। পোস্টের ক্যাপশনে শেরা লিখছেন – “আমার মালিকের আজ জন্মদিন।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by shera (@beingshera)
জানা গিয়েছে, খুব ছোট্ট করেই পালন করা হয়েছে সলমনের জন্মদিন। কেক কাটার অনুষ্ঠানে হাজির ছিলেন টাইগার-এর পরিবারের সদস্যরা ও সামান্য কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। প্রসঙ্গত, মা সলমা খানের জন্মদিনে ‘ভাইজান’-এর জন্মদিন নিয়ে সংবাদমাধ্যমকে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন সলমনের ছোট ভাই সোহেল খান। জানিয়েছিলেন, এ বারে সলমনের জন্মদিন মোটেই ঘটা করে পালিত হবে না। এ বছর পরিবার আর খুব ঘনিষ্ঠ ছাড়া আর কেউ আমন্ত্রণ পাবেন না। বাড়িতেই কেক কাটা, বিরিয়ানি খাওয়া হবে। এবং সবটাই হবে ‘ভাইজান’-এর নিরাপত্তার খাতিরেই।