সংবাদসংস্থা মুম্বই: শুটিংয়ের 'ফাইটিং সিন'-এ অভিনেতাদের চোট লাগার ঘটনা নতুন নয়। কিন্তু সহ-অভিনেতার চোট লাগার পর একবারের জন্যও তাঁর খোঁজ না নেওয়াটা একটু ব্যতিক্রমী। সলমন খানকে নিয়েও তেমনই তথ্য সামনে এল। এক্ষেত্রে সলমন আঘাত পাননি, বরং তাঁর জন্য অন্য কেউ আঘাত পান বলে জানা গেল। তবে ভুলবশত হলেও, সলমন ক্ষমা চাননি বলে অভিযোগ।

 


সলমনকে নিয়ে মুখ খুলেছেন ‘বাজিগর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র মতো ছবিতে অভিনয় করা আদি ইরানি। ‘চোরি চোরি চুপকে চুপকে’র শুটিংয়েই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

 


এক সাক্ষাৎকারে আদি জানিয়েছেন, ছবিতে মারামারির একটি দৃশ্য ছিল। সেই সময় ভুলবশত তাঁকে কাচের ফ্রেমে ছুড়ে ফেলেন সলমন। কাচের ফ্রেমে ধাক্কা খাওয়ায় মুখে টুকরো কাচ বিঁধে গিয়েছিল আদির। রক্ত ঝরছিল। কিন্তু সলমন সেই সময় তাঁর কাছে ক্ষমা চাননি, বরং সেট ছেড়ে বেরিয়ে যান বলে দাবি অভিনেতার।

 


আদি জানিয়েছেন, এর পরও শুটিং চালিয়ে যান তিনি। কারণ সেই সময় পরিস্থিতি এমন ছিল যে, শুটিং বন্ধ করলে আর্থিক লোকসান হতো। তবে সলমন সঙ্গে সঙ্গে ক্ষমা না চাইলেও, পরে তাঁকে ফোন করেন বলে জানান আদি। সলমন বলেছিলেন, "আদি, আমি অত্যন্ত দুঃখিত। তোমার চোখের দিকে তাকানোর সাহসও নেই আমার। এত খারাপ লাগছিল। তাই সেই মুহূর্তে নিজের ঘরে চলে এসেছিলাম।"

 


আদি জানিয়েছেন, সলমন সঙ্গে সঙ্গে তাঁর কাছে ক্ষমা না চাওয়ায় খারাপ লেগেছিল তাঁর। কিন্তু পরে সলমনের ক্ষমা চাওয়ায়, পরিস্থিতি বুঝেছিলেন আদি। এবং মনের আঘাতও সরে গিয়েছিল বলে জানান অভিনেতা।