নব্বইয়ের দশক থেকেই বলিউডের ‘ভাইজান’-এর দেহরক্ষী শেরা। যেন খান পরিবারের সদস্যই হয়ে গিয়েছেন তিনি। সলমনের সর্বক্ষণের সঙ্গী তিনি। অভিনেতা কখনও দেশের বাইরে গেলেও শেরা তাঁর সঙ্গে যান। নিরাপত্তা প্রদানকারী একটি সংস্থার মালিক শেরা। 'ভাইজান'-এর ছায়াসঙ্গী বলাই যায় তাঁকে। সদ্য প্রিয়জনকে হারালেন শেরা। বাবাকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন তিনি।

তাঁর বাবা সুন্দর সিং জলির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। জানা যাচ্ছে ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সুন্দর সিংয়ের শেষকৃত্য মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ওশিওয়ারা শ্মশানে অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, তিনি বহু বছর ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অনেক দিন ধরেই তাঁর শরীরে বাসা বেঁধে ছিল এই ভয়ঙ্কর মারণরোগ। তবুও লড়েছিলেন তিনি। কিন্তু বার্ধক্যের কারণে শেষরক্ষা আর হল না।

চলতি বছরের শুরুতে শেরা তাঁর বাবার জন্মদিন উদযাপন করেছিলেন। তাঁর ৮৮তম জন্মদিন উদযাপনে শেরা একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, 'আমার ঈশ্বর, আমার বাবা, আমার অনুপ্রেরণা, সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে ৮৮তম জন্মদিনের শুভেচ্ছা। আমার যা কিছু শক্তি আছে তা তোমার কাছ থেকেই আসে। আমি তোমাকে সব সময় খুব ভালবাসব বাবা।' আর কয়েক মাস কাটতে না কাটতেই দুঃখের ছায়া নামল শেরার পরিবারে।
প্রসঙ্গত, সলমনের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের বিবাদ অনেক বছরের। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধ স্বরূপই বিষ্ণোই দল তাঁকে একাধিক বার প্রাণে মারার হুমকি দিয়েছে। তাই এখন আরও কড়া হয়েছে 'ভাইজান'-এর নিরাপত্তা।
আরও পড়ুন: 'হিন্দিতে কথা বলতে পারব না,' লোক সমাজে হঠাৎ কেন ক্ষেপে আগুন বাঙালি-কন্যা কাজল?
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে শেরা জানিয়েছেন, সলমন খানের দেহরক্ষী হিসেবে কোন কাজটা করা সবথেকে কঠিন।বহু বছর ধরে সলমনের দেহরক্ষী হওয়ার সুবাদে শেরা জানিয়েছেন, মানুষ যেমন সলমনকে কাছ থেকে এক ঝলক দেখার জন্য হুড়মুড়িয়ে ছুটে আসেন তা নিয়ন্ত্রণ করাটা বেশ কঠিন। তিনি আরও জানান, এ কথা দেশে বিদেশে সব জায়াগায় প্রযোজ্য। অথচ বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে ভিড়ের কাছাকাছি যাওয়ার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে সলমনের উপর। তবে অনুরাগীদের মন তা মানতে চায় না। সব মিলিয়ে তাই 'টাইগার'কে ঘিরে অনুরাগীদের উন্মত্ততা নিয়ন্ত্রণ করাই সলমনের দেহরক্ষীদের সবথেকে বড় চ্যালেঞ্জ।
বহু বছর ধরে শরীরচর্চার দুনিয়ায় কৃতিত্ব অর্জনের পর, ৯০-এর দশকের শুরুতে শেরা বলিউডে পা রাখেন। সলমন খানের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের সুবাদে, আজও তাঁকে প্রায় প্রতিটি ইভেন্ট, অনুষ্ঠান ও শুটিংয়ে অভিনেতার পাশে দেখা যায়। সম্প্রতি রাখিবন্ধন উৎসবকে ঘিরে এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছে শেরাকে। কাছের মানুষের প্রয়াণে ভেঙে পড়েছেন সলমন খানও।
