সংবাদসংস্থা মুম্বই: প্রতীক্ষার অবসান। দেড় বছর পর মুক্তি পেল সলমন খান অভিনীত কোনও ছবি। ইদের আবহে 'সিকান্দর' হয়ে বড়পর্দায় ধরা দিলেন 'ভাইজান'। কিন্তু তিনি নিজে যে বেঞ্চমার্ক তৈরি করেছিলেন বক্স অফিসের সেটা যেন নিজেই ছুঁতে পারলেন না প্রথমদিন। শুধুই কি তাই? নিজের পুরোনো ছবির প্রথম দিনের আয় তো ছেড়েই দিন, ভিকি কৌশল অভিনীত 'ছাবা'র প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে পর্যন্ত টপকাতে পারেনি এই ছবি। মোট কত আয় করল এদিন?

 


৩০ মার্চ মুক্তি পেল সিকান্দর ছবিটি। আর প্রথম দিন বক্স অফিসে এই ছবি ২৬ কোটি টাকা আয় করেছে। রবিবার ইদের আবহে মুক্তি পাওয়া সত্বেও কাজ করল না ভাইজান ম্যাজিক। সিকান্দর ভাঙতে পারল না কোনও রেকর্ড। মাত্র ২৬ কোটি টাকাই ঘরে তুলতে পেরেছে এদিন।

 


বক্স অফিসে প্রথমদিন সাফল্যের মুখ না দেখলেও ছবি নিয়ে আশাবাদী সলমন। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, "শরীরের সমস্ত হাড় দু-তিনবার করে ভেঙেছে। অ্যাকশন দৃশ্যের শুটিং করা এত সহজ নয়। 'সিকান্দর'-এর শুটিংয়ের সময় পাঁজরের হাড়ও ভেঙেছিল। এত ছবিতে অ্যাকশন অবতারে ধরা দিয়েছি, শরীরের প্রতিটি হাড়ই তাই ভাঙা। তবুও সমালোচকরা টাকার অঙ্কের সাফল্যের দিকে তাকিয়ে থাকেন। অভিনেতাদের কসরত চোখে পড়ে না।"