সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
সলমনের বাবাকে প্রাণনাশের হুমকি
সলমন খানের পর এবার অভিনেতার বাবা সেলিম খানকে হুমকি দিল এক ব্যক্তি। বিষ্ণোই গ্যাংয়ের লরেন্স বিষ্ণোইয়ের নাম করে এদিন এক ব্যক্তি হুমকি দেয়। ওই সন্দেহজনক ব্যক্তির সঙ্গে ছিলেন একজন বরখা পরা মহিলাও। বান্দ্রা পুলিশের তরফে এদিন ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযোগ উঠেছে সেই ব্যক্তিই নাকি ভাইজানের বাবা তথা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে খুনের হুমকি দিয়েছেন। যদিও পুলিশের অনুমান এটা নিছকই ভয় দেখানোর জন্যই। কিছুদিন আগেই সলমনকে প্রাণে মারার চেষ্টার জন্য গ্রেফতার হন লরেন্স বিষ্ণোই। কিন্তু তারপরেও ফাঁড়া কাটছে না খান পরিবারের।
'স্ত্রী'-এর চরিত্রে কোন অভিনেত্রী?
রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী ২'-এ 'স্ত্রী'র ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ভূমি রাজগর। এর আগে তাঁকে 'সত্য প্রেম কী কথা' ছবিতে কিয়ারা আডবানির এক বান্ধবীর চরিত্রে দেখা গিয়েছিল। 'স্ত্রী ২'-এর সাফল্যের পর মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের পরিচয় সামনে আনেন অভিনেত্রী। ছবির সাফল্যের জন্য তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে সমালোচক মহলে।
ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ-মাহিরার পাক ছবি
টেলিভিশন সিরিজ 'হামসফর'-এর প্রায় এক দশক পর ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’ ছবিতে জুটি হিসাবে দেখা মিলেছে ফাওয়াদ-মাহিরার। ২০২২ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেলেও সেই সময় ভারতে মুক্তি পায়নি এই ছবি। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজ বন্ধ। দু-বছর পর এবার ভারতে মুক্তি পাচ্ছে 'দ্য লিজেন্ড অফ মওলা জাট'। একই সঙ্গে প্রায় ১০ বছরের ব্যবাধানে কোনও পাক ছবি মুক্তি পাবে ভারতে। এর আগে ২০১৫ সালে মাহিরা ও হুমায়ুন সৈয়দের 'বিন রোয়ে' শেষ মুক্তি পেয়েছিল ভারতে।
