সংবাদ সংস্থা মুম্বই: ঈদ রিলিজ হিসেবে বহু প্রত্যাশিত ছিল সলমন খানের ‘সিকান্দর’ বক্স অফিস কাঁপানোর পাশাপাশি দর্শকেরও মন ভরাবে। কিন্তু দু'টোর একটিও হয়নি। তবে মুক্তির পর বক্স অফিসে ছবির পারফরম্যান্স ছিল বেশ নিষ্প্রভ—যার ফলে প্রত্যাশার তুলনায় সাড়া মেলেনি তেমন। এই আবহে জানা গিয়েছে, আপাতত নিজের ভবিষ্যৎ প্রকল্পগুলি নিয়ে ‘বিরতি’ নিচ্ছেন ‘টাইগার’।

 

গত ৫ এপ্রিল একদল ভক্তের সঙ্গে দেখা করেন সলমন। সেখানে উঠে আসে তাঁর সাম্প্রতিক কাজ, কেরিয়ারের দিশা এবং আগামী পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা।  সূত্রের খবর, “সলমন এখন ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চান, জানতে চান তাঁকে নিয়ে ওঁদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা।  একেবারে খোলামেলা আড্ডার মধ্যে দিয়ে এই কথোপকথনের প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন তিনি।”

 

সেই বৈঠকে 'সিকান্দর' নিয়ে ভক্তরা খোলামেলা মতামত দিয়েছেন— এই ছবি থেকে কী কী মিসিং মনে হয়েছে তাঁদের। সলমনও জানান, এই ভালবাসা ও উদ্বেগ তাঁর মনে গভীর দাগ কেটেছে। তিনি চান এমন কাজ করতে যা সত্যিই তাঁর দর্শকদের খুশি করে।

 

এদিকে সলমনের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট—সঞ্জয় দত্তের সঙ্গে ‘গঙ্গা রাম’, 'কিক' ছবির সিক্যুয়েল এবং পরিচালক অ্যাটলির সঙ্গে সম্ভাব্য একটি নতুন ছবি—সবই আলোচনার কেন্দ্রে। সেই সূত্র আরও জানায়, “যেসব প্রজেক্ট সলমন ইতিমধ্যেই সইসাবুদ করেছেন, সেগুলি থেকে তিনি কোনওভাবেই সরে যাচ্ছেন না। তবে তার পরবর্তী কাজগুলো নিয়ে তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।” সলমন নিজে নাকি জানিয়েছেন, তিনি এমন ছবি করতে চান যা তাঁর ব্যক্তিত্বর সঙ্গে মানানসই, এবং যেসব গল্প তিনি নিজেও ভালবাসবেন। তারপরেই তা দর্শকের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। 


প্রসঙ্গত, ২০২৩-এর পর প্রথমবার বড়পর্দায় ফিরেছেন সালমান খান, ঈদ রিলিজ ‘সিকান্দর’-এর হাত ধরে। ২ বছর পর তাঁর এই ঈদ রিলিজ ৩০ মার্চ, রবিবার মুক্তি পায়। যদিও মুক্তির শুরুতেই প্রত্যাশা অনুযায়ী ঝড় তুলতে পারেনি ছবিটি। একটি নামী সিনেমা বিশ্লেষক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ৪.৫০ কোটি টাকার কালেকশন করে ‘সিকান্দর’-এর মোট আয় দাঁড়িয়েছে ১০২.২৫ কোটি টাকা (আন্তর্জাতিক বাজারের হিসাব ছাড়া)।

 

এ ছবি প্রথম দিনেই আয় করে ২৬ কোটি টাকা, যা ‘ছাবা’-র প্রথম দিনের ৩১ কোটি টাকার তুলনায় অনেকটাই কম। প্রথম সপ্তাহ শেষে ‘সিকান্দর’ আয় করেছিল ৯০.২৫ কোটি টাকা। যদিও এ ছবির  ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে, তবে সলমনের আগের সব ঈদ রিলিজের তুলনায় এই ছবির বক্স অফিসের বাজার তুলনামূলকভাবে অনেকটাই ম্লান।