সংবাদ সংস্থা মুম্বই: বাবা সিদ্দিকিকে খুনের পর ত্রস্ত বলিউড। সলমন-শাহরুখ ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীর হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় সলমন খান। বার বার 'টাইগার'কে খুনের হুমকি দেওয়া হয়েছে তাদের তরফে।সলমনের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের বিবাদ অনেক বছরের। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধ স্বরূপই বিষ্ণোই  দল তাঁকে একাধিক বার প্রাণে মারার হুমকি দিয়েছে। 

 

পুলিশ সূত্রে খবর, এইমুহূর্তে ‘হিন্দু ডন’ হিসাবে নিজের পরিচিতি তৈরি করতে চাইছে লরেন্স বিষ্ণোই। দেশজুড়ে এই গ্যাংয়ের প্রায় ৭০০ সদস্য ছড়িয়ে রয়েছে। কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোই এখন জেল খাটছেন। কিন্তু তাঁর গ্যাং সক্রিয়। এদিকে, লাগাতার খুনের হুমকির জন্য সলমন খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। প্রায় সবসময়ই দু’ডজন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচে থাকেন তিনি। হুমকির বিষয়ে এতদিন পর্যন্ত মুখ খুলতে দেখা না গেলেও এবার খুললেন সলমন।

সদ্য ‘সিকান্দর’ ছবির এক প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন। সেখানেই এই প্রসঙ্গে ‘টাইগার’ তাঁর পরিচিত ছন্দে বলে ওঠেন, “ভগবান, আল্লাহ—সবকিছু তাঁর ইচ্ছায় চলে। যতদিন আমার আয়ু লেখা আছে, ততদিনই বাঁচব। সবসময় দেহরক্ষীদের সঙ্গে নিয়ে চলতে হয়, সেটাই মাঝেমধ্যে সমস্যা হয়ে দাঁড়ায়।”

সলমনের কথায় স্পষ্ট, তিনি ভাগ্যে বিশ্বাসী, কিন্তু নিরাপত্তার কড়াকড়ি তাঁর জীবনে বাধার সৃষ্টি করছে। তবে তাঁর কোটি কোটি ভক্ত, পরিবার ও বন্ধুরা তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে চলেছেন!