সংবাদসংস্থা মুম্বই: বাবা সিদ্দিকিকে খুনের পর লরেন্স বিষ্ণোই-এর নিশানায় এখন সলমন খান। বার বার সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁদের তরফে। এর মাঝেই ফের একবার খুনের হুমকি পেলেন সলমন! মুম্বই পুলিশের হোয়াটস অ্যাপ নম্বরে একটি নম্বর থেকে একাধিক বার্তা পাঠানো হয়েছে।
সেখানে লেখা হয়েছে, "যদি সলমন খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চান তাহলে তাঁকে ৫কোটি টাকা দিতে হবে। আর যদি সলমন তা না দেন তাহলে তাঁর হাল বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। এই বার্তাটিকে যেন হালকা চালে না নেওয়া হয়।"
এই বার্তার পরেই দুশ্চিন্তা আরও বেড়েছে। ছেলেকে নিয়ে চিন্তায় বাবা সেলিম খানও। তিনিও সম্প্রতি প্রাতভ্রমণে বেরিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। তবে এতদিন চুপ থাকার পর, অবশেষে সলমনের হয়ে মুখ খুলতে বাধ্য হলেন বলিউডে জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান।
মুম্বই সংবাদমাধ্যমের কাছে সেলিম খান বলেন, "যে কারণে সলমন বার বার প্রাণনাশের হুমকি পাচ্ছে, সে ঘটনার সঙ্গে সলমন যুক্তই নয়। সলমন অন্তত আমাকে মিথ্যা কথা বলবে না। কৃষ্ণসার হরিণ সলমন শিকার করেননি। আমার ছেলে পশু-পাখিদের খুবই ভালবাসে। এমন কাজ সে করতে পারেই না। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন? আমার মনে হয় এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার।"
এদিকে, লাগাতার খুনের হুমকির জন্য সলমন খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। এমনকী রিয়্যালিটি শো 'বিগ বস'-এর সেটেও সেরা সহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন। যদিও এখনও পর্যন্ত হুমকির বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সলমনকে।
