মুক্তির পর থেকেই ব্যাপক চর্চায় ‘সাইয়ারা’। ছবিটি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। শুধু তরুণ প্রজন্মকেই উত্তেজিত করেনি এই ছবি, বরং সব বয়সের দর্শকের মধ্যেই ছড়িয়ে দিয়েছে প্রেমের আগুন। বর্তমানে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এবং ইচ্ছে দুই-ই হারিয়েছেন দর্শক। কবে ওটিটিতে আসবে পছন্দের ছবিটি সেই অপেক্ষায় দিন গোনেন অনেকেই। তবে এই হিসেবটা 'সাইয়ারা'র ক্ষেত্রে তেমনভাবে মেলেনি। পর্দায় ‘কৃষ কাপুর’ ও ‘বাণী বত্রা’কে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। মোহিত সুরির সাইয়ারা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অনিত পড্ডা এবং অহন পাণ্ডে। কৃশ কাপুর আর বাণী বত্রার চরিত্রে তাঁদের আবেগঘন অভিনয় ও মায়াময় রসায়ন এক লহমায় জয় করেছিল দেশজোড়া দর্শকের মন। ওটিটিতে আসার পরেও সাইয়ারা–র ঝড় এখনও প্রশমিত হয়নি। এরকম আবহেই নেটদুনিয়ায় পুরনো ভিডিও ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেশের নতুন ‘সুইটহার্ট’ অনিত পড্ডা!
পুরনো ভিডিওতে কী আছে এমন? কেন তা দেখে হতাশ অনুরাগীরা?
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dope Bollywood (@dopebollywood)
নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে এক পুরনো ভিডিয়ো, যার ক্যাপশনেই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে -“তুমি কি হতাশ অনিত পড্ডা?”
প্রথম দেখায় ভিডিওটা একেবারে হালকা, নির্দোষ একটা স্কিট বলেই মনে হয়। কিন্তু বিষয়বস্তুর ধর্মীয় প্রেক্ষাপটই তৈরি করেছে ঝড়ের আবহ।
ভিডিওতে দেখা যাচ্ছে অনিত গাইছেন একটি বিখ্যাত উর্দু কবিতা ‘লব পে আতি হ্যায় দুয়া’, তবে তা যেন আধুনিক গানের সুরে সাজিয়ে পেশ করা হেয়ছে। কিন্তু এখানেই আপত্তি তুলেছে একাংশ—কারণ এই কবিতাটি মূলত একটি ইসলামিক ‘নাত’, অর্থাৎ নবি হজরত মহম্মদ-কে উদ্দেশ্য করে রচিত ভক্তিমূলক কবিতা।
ফলস্বরূপ, ওই ভিডিওর বার্তা বাক্স এখন দুই শিবিরে বিভক্ত।
একদল বলছেন— “দুনিয়ায় গান কম পড়ে গেছিল নাকি, এখন নাত নিয়েও নাচগান!”
“একদমই ভাল লাগেনি, ফালতু।”
“ওর এই কাণ্ড দেখে হতাশ লাগছে।”
অন্যদিকে, অনিতের পক্ষে এগিয়ে এসেছেন অনেকে। তাদের বক্তব্য,“এটা নাত নয়, এটা দোয়া যা কেউ বলতে পারে।”
“কবিতাটার ভাষা উর্দু বলে ধর্মীয় বলে ধরার কোনও মানে নেই।”
তবুও, ভিডিয়োটির স্কিটের মতো উপস্থাপনাই অনেকের মনে চোট দিয়েছে, বিশেষত সেই সব ভক্তদের, যারা সম্প্রতি সাইয়ারা-এর পর অনিতের ভক্ত হয়েছেন।
অনিত পড্ডা রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছেছিলেন সহ-অভিনেতা ও গুজবপ্রেমিক আহান পান্ডের সঙ্গে মোহিত সুরির সাইয়ারা-তে অভিনয়ের পর। ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি আয় করে বক্স অফিসে রেকর্ড গড়েছিল, এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর আরও জনপ্রিয়তা পায়।
এখন প্রশ্ন একটাই— একটি পুরনো ভিডিও কি সত্যিই ঝুঁকিতে ফেলবে এই নবাগত তারকার তাজা খ্যাতি? না কি সোশ্যাল মিডিয়ার এই ঝড়ও কয়েকদিন পর মিলিয়ে যাবে সিনেমার মতোই?