মুক্তির পর থেকেই ব্যাপক চর্চায় ‘সাইয়ারা’। ছবিটি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। শুধু তরুণ প্রজন্মকেই উত্তেজিত করেনি এই ছবি, বরং সব বয়সের দর্শকের মধ্যেই ছড়িয়ে দিয়েছে প্রেমের আগুন। বর্তমানে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এবং ইচ্ছে দুই-ই হারিয়েছেন দর্শক। কবে ওটিটিতে আসবে পছন্দের ছবিটি সেই অপেক্ষায় দিন গোনেন অনেকেই। তবে এই হিসেবটা 'সাইয়ারা'র ক্ষেত্রে তেমনভাবে মেলেনি। পর্দায় ‘কৃষ কাপুর’ ও ‘বাণী বত্রা’কে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। মোহিত সুরির সাইয়ারা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অনিত পড্ডা এবং অহন পাণ্ডে। কৃশ কাপুর আর বাণী বত্রার চরিত্রে তাঁদের আবেগঘন অভিনয় ও মায়াময় রসায়ন এক লহমায় জয় করেছিল দেশজোড়া দর্শকের মন। ওটিটিতে আসার পরেও সাইয়ারা–র ঝড় এখনও প্রশমিত হয়নি। এরকম আবহেই নেটদুনিয়ায় পুরনো ভিডিও ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেশের নতুন ‘সুইটহার্ট’ অনিত পড্ডা! 

পুরনো ভিডিওতে কী আছে এমন? কেন তা দেখে হতাশ অনুরাগীরা?

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Dope Bollywood (@dopebollywood)