স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'ও মোর দরদিয়া'। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছেন রণিতা দাস ও বিশ্বজিৎ ঘোষ। এই ধারাবাহিকে মুখ্য খল নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়কে। তাঁকে এর আগে দর্শক ইতিবাচক ও নেতিবাচক দুই চরিত্রেই দেখেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে ধারাবাহিক 'কথা'য়।
এদিকে, একা তনুকাই নন, ধূসর চরিত্রে দেখা যাচ্ছে সোমাশ্রী ভট্টাচার্যক। সোমাশ্রীকে দর্শক এর আগে বহু ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখেছেন। শুধু তাই নয়, 'উড়ান'-এ তাঁর ইতিবাচক চরিত্রটিও মন কেড়েছিল দর্শকের। এবার এই গল্পে তিনি ঠিক কোন চরিত্রে আসছেন তা তো সময়ই বলবে। তবে জানা যাচ্ছে, তনুকার অভিনীত চরিত্রটিই ছোটবেলায় রণিতা ও সোমাশ্রীর ভাগ্য বদলের জন্য দায়ী।
এছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা। ফাহিমকে দর্শক ছোটপর্দা, বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় দেখেছেন। কিছুদিন আগেও তাঁকে 'মিত্তির বাড়ি'তে শেষ দেখেছেন দর্শক। ইতিবাচক এবং নেতিবাচক কিংবা ধূসর চরিত্রে এর আগে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি গড়ে তুলেছেন ফাহিম। 'ও মন দরদিয়া' ধারাবাহিকে ফাহিমকে দেখা যাচ্ছে চলেছে নেতিবাচক চরিত্রে। সদ্য শুরু হওয়া এই গল্পে এবার দেখা যেতে চলেছে টলিপাড়ার আরও এক অভিনেত্রীকে। রণিতার সতীনের চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: বিজয়ের পর বাগদানের আংটি দেখা গেল রশ্মিকার অনামিকায়, জানেন জুটির বিয়ের তারিখ?
তাঁকেও দর্শক দেখবেন নেতিবাচক রূপেই। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন জি বাংলাসোনারের 'বেদিনি জ্যোৎস্নার অমর প্রেম'-এ ইচ্ছেধারী নাগিনের চরিত্রে। রণিতার সতীনের চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে।
গল্প এগোয় রণিতার জীবনের মোড় নিয়ে। তাঁর স্বামীর চরিত্রে ফাহিম। রণিতা অন্তঃসত্ত্বা। এদিকে, ফাহিমকে খুঁজতে আসে একদল লোক। অভিযোগ, তিনি নাকি টাকা ধার নিয়ে শোধ দিতে পারেননি। লোকজনের চোটপাটে ঘাবড়ে যায় ফাহিমের চরিত্রটি। সে বাড়ির সমস্ত টাকা নিয়ে পালায়। অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা মাথায় থাকে না। এদিকে, রণিতার চরিত্রটি অসহায় হলেও একজন লড়াকু মা সে। একাই হাসপাতালে পৌঁছয় সন্তান জন্ম দিতে। কিন্তু পথে অ্যাক্সিডেন্ট হয়। একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। কিন্তু সময়মতো ঠিক হাসপাতালে পৌঁছে যায় সে। সন্তানের জন্মও দেয়।

পরে সে জানতে চায় তার এই উপকার কে করল? সামনে আসে বিশ্বজিতের চরিত্রটি। এরপর বিশ্বজিতের চরিত্রটি মনে মনে রণিতার চরিত্রটিকে ভালবেসে ফেলে। তাঁর ছোট্ট মেয়েটির সঙ্গে এক অজানা টান অনুভব করে। কিন্তু সমাজের ভয়ে বিশ্বজিতকে এড়িয়ে যায় রণিতা। কোনদিকে এগোবে নায়ক-নায়িকার জীবন?
বিশ্বজিৎ ও রণিতার জুটিকে এই প্রথম পর্দায় দেখতে চলেছেন দর্শক। এর আগে ভিন্ন ধারাবাহিকে দর্শকের মন জয় করলেও এই প্রথম জুটিতে এসেছেন তাঁরা। ইতিমধ্যেই দর্শক মহলে এই মেগা নিয়ে আলোচনা চলছে।
