রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে গুঞ্জনই সত্যি হল। গুঞ্জন অবশেষে নাকি বাগদান সেরেছেন রশ্মিকা-বিজয়। শীঘ্রই বিয়ের পিড়িতেও বসতে চলেছেন তারকা যুগল।
গত সপ্তাহেই হায়দ্রাবাদে তাঁদের ঘনিষ্ঠ মহলে বাগদান সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। যদিও এই জুটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাগদানের খবরটি ঘোষণা করেননি, তবুও তাঁদের সাম্প্রতিক কার্যকলাপ এবং সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি অনুরাগীদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি রশ্মিকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ভিডিও পোস্ট করেছেন, যা মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওটিতে তাঁকে তাঁর পোষ্য কুকুর 'অরা'-এর সঙ্গে তাঁর আসন্ন ছবি 'থামা'র একটি গান শুনতে দেখা যায়। ক্যাপশনে রশ্মিকা লিখেছেন, 'এই গানটাই প্রথম শুনেছিলাম শুটিংয়ের সময়, আর এখনও আমি এই গানটার প্রেমে! আর অরা-ও আমার সঙ্গে কী দারুণভাবে উপভোগ করছে, তাই না? যদি ও জানত যে স্ক্রিনের মেয়েটি আমি, তাহলে কেমন অবাক হত! ইচ্ছে করে যদি ও কথা বলতে পারত! অথবা গানটা গাইতে পারত!'

গান বা পোষ্যের চেয়েও ভিডিওটিতে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করেছে রশ্মিকার অনামিকায় জ্বলজ্বলে একটি হিরের আংটি। এই আংটি দেখেই অনুরাগীরা নিশ্চিত হয়েছেন যে তাঁদের প্রিয় জুটি সত্যিই বাগদান পর্ব সেরে ফেলেছেন।
ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কমেন্ট বক্সে অনুরাগীদের উচ্ছ্বাস উপচে পড়ে। অনেকেই সরাসরি আংটিটি নিয়ে মন্তব্য করেছেন। একজন অনুরাগী লেখেন, 'ও মাই গড, কী দারুণ আংটি!' অন্য একজন লেখেন, 'অবশেষে আমরা আংটিটা দেখতে পেলাম!' কেউ কেউ মজা করে মন্তব্য করেন, 'গান দেখানোর জন্য নয়, আপনি এই ভিডিওটা আসলে আপনার বাগদানের আংটি দেখানোর জন্য পোস্ট করেছেন!'
আরও পড়ুন: ‘পাকিস্তান, ইউএই, বাংলাদেশ থেকে হুমকি আসছে’! শাহরুখদের বিরুদ্ধে লড়তে গিয়ে বিপদে সমীর?
প্রসঙ্গত, রশ্মিকার বাগদানের আংটি প্রকাশ্যে আসার কয়েক দিন আগেই বিজয় দেবরাকোন্ডাকে জনসমক্ষে একটি আংটি পরে দেখা গিয়েছিল। তিনি তাঁর পরিবারকে নিয়ে অন্ধ্রপ্রদেশে শ্রী সত্য সাই বাবার আশ্রমে গিয়েছিলেন। সেই সময় তোলা ছবিতে বিজয়ের আঙুলে আংটি লক্ষ্য করা যায়, যা দেখে অনুরাগীরা ধারণা করেন সেটি তাঁর বাগদানের আংটি।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৩ অক্টোবর বিজয়ের বাসভবনে তাঁদের বাগদান সম্পন্ন হয়। সেখানে তাঁদের ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। এই জুটিকে প্রথমবার ২০১৮ সালে 'গীত গোবিন্দম' ছবিতে একসঙ্গে দেখা যায়। এরপর 'ডিয়ার কমরেড'-এও তাঁরা জুটি বাঁধেন। প্রায় সাত বছর ধরে তাঁদের সম্পর্কের গুঞ্জন চলে আসছে। বিভিন্ন সময় তাঁদের একই জায়গায় ছুটি কাটানোর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে, যা তাঁদের প্রেমের জল্পনাকে আরও জোরালো করে।
যদিও বিজয় বা রশ্মিকা কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্ক বা বাগদানের কথা ঘোষণা করেননি, তবুও দু'জনের হাতেই আংটি দেখার পর অনুরাগীরা ধরেই নিয়েছেন যে তাঁরা নতুন জীবনে প্রবেশ করতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই তারকা জুটি সাত পাকে বাঁধা পড়তে পারেন। আপাতত এই জুটির অনুরাগীরা তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
