‘স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করা ঠিক না’ এক সাক্ষাৎকারে সোজাসাপটা মন্তব্য করলেন সইফ আলি খান! এ প্রসঙ্গে নয়ের দশকে নিজের কেরিয়ার শুরুর অভিজ্ঞতা জানালেন 'নবাব'। জানিয়ে দিলেন— প্রতিযোগিতার মেজাজেই নাকি নিজের সেরা দেন তিনি!

 

 সইফ আলি খান খোলামেলা ভঙ্গিতে জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে কীভাবে নিদারুণ স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে, আর কীভাবে ২০০০ সালের পর তাঁর কাজের ধারা বদলে যায়। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে সইফ বলেন, “ নব্বইয়ের দশকে অনেকে আমাকে বলত— ' তোমার ভাগ্য ভাল, অনেক সুযোগ পাচ্ছো'। কিন্তু সত্যি বলতে কী, তখন আমি বলিউডের সেরা ছবিগুলো তো পেতামই না, এমনকী প্রধান নায়ক হিসেবেও খুব একটা সুযোগ পেতাম না ছবিতে।”

 

তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন, নিজের সেরাটা দিতে পারেন তখনই, যখন কাজের সময় উল্টোদিকে চলে এক স্বাস্থ্যকর প্রতিযোগিতা। আর সেই কারণেই একদম নির্ভয়ে মন্তব্য করলেন সইফ—

 “ এই কারণেই নিজের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করা ঠিক নয়।”

 

যদিও বাস্তবে করিনা কাপুর সইফের স্ত্রী, তবু দু’জনের কাজের জুটি বেশ জনপ্রিয়। একসঙ্গে তাঁরা অভিনয় করেছেন 'এল ও সি কার্গিল' (২০০৩), 'ওমকারা' (২০০৬), 'টশন', 'রোডসাইড রোমিও' (২০০৮), 'কুরবান' (২০০৯) এবং 'এজেন্ট বিনোদ' (২০১২)-এর মতো একাধিক ছবিতে। শুধু সিনেমা নয়, বিভিন্ন বিজ্ঞাপনেও তাঁদের রসায়ন নজর কেড়েছে দর্শকের।

 

তবে ২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ স্পষ্ট করে বলেছিলেন—

“ করিনা এবং আমকে আবার এক ছবিতে একসঙ্গে কাজ করতে হলে সেই ছবিটকে সত্যিই ব্যতিক্রমী হতে হবে। এমন একজন পরিচালক দরকার যিনি আমাদের শুধু ‘স্বামী-স্ত্রী’ হিসেবে নয়, অভিনেতা হিসেবে কাস্ট করবেন। সেরকম সুযোগ পেলে ভাবা যেতে পারে।”

 

তাঁর আরও যোগ— “আমাদের দু’জনেরই নিজস্ব কাজ আছে, আর জীবনটাকে আকর্ষণীয় রাখার সেরা উপায় হল— একে অপরের সঙ্গে সুন্দরভাবে থাকা, আর কাজের ক্ষেত্রে আলাদা আলাদা পথে হাঁটা।”

 

প্রসঙ্গত, করিনা কাপুরকে শিগগিরই দেখা যাবে মেঘনা গুলজারের ক্রাইম-ড্রামা থ্রিলার 'দায়রা' ছবিতে, যেখানে তাঁর সঙ্গে আছেন পৃথ্বীরাজ সুকুমারন। এর আগে করিনাকে দেখা গিয়েছে 'সিংহম এগেইন-এ, যেখানে অভিনয় করেছেন অজয় দেবগণ, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ ও অর্জুন কাপঙরও।

 

অন্যদিকে সইফ আলি খান সম্প্রতি দেখা গেছেন নেটফ্লিক্সের ছবি 'জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস্'-এ, যেখানে ছিলেন জয়দীপ আহলাওয়াত, কুণাল কাপুর ও নিকিতা দত্ত। ছবিটি পরিচালনা করেছেন কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল। আসছে সময়ে সইফকে দেখা যাবে প্রিয়দর্শনের নতুন ছবি 'হেওয়ান'-এ, যেখানে তাঁর সঙ্গে আছেন অক্ষয় কুমার ও সায়ামি খের।