নিজস্ব সংবাদদাতা: বাংলা ধারাবাহিকের হিট জুটি সাহেব-সুস্মিতা। স্টার জলসার ধারাবাহিক 'কথা'য়, 'এভি-কথা' রূপে দারুণ ভালবাসা পেয়েছেন তাঁরা। 

 

পর্দার মতো ব্যক্তিগত জীবনেও কি একে অপরকে মন দিয়েছেন সাহেব-সুস্মিতা? এই প্রশ্ন চলতেই থাকে তাঁদের অনুরাগীদের মনে। বহুবার সাক্ষাৎকারে দু'জনেই প্রেমপ্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। তবে বসন্তের ছোঁয়া লাগতেই কি প্রেমে স্বীকৃতি দিলেন জুটিতে? এমনই ইঙ্গিত জুটির সমাজমাধ্যমে। 

 

বিয়ের ছবি ভাগ করে নেটিজেনদের চমকে দিলেন সাহেব-সুস্মিতা। তবে সেই ছবি তাঁদের ধারাবাহিকের শুটিংয়ের অংশ। গল্পে মুখে কিছু না বললেও মনে মনে একে অপরের প্রেমে পড়েছে 'কথা-এভি'। এদিকে, কথাকে বেমালুম ভুলে গিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসছে এভি। তবে কি আবার দূরত্ব তৈরি হল তাদের মধ্যে? সম্প্রতি মুক্তি পাওয়া ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে গুহ বাড়িতে শুরু হয়েছে এভির বিয়ের আয়োজন। কিন্তু পাত্রী কে? জানতে চাইলে কিছুতেই কথাকে সত্যিটা বলা হয় না। 

 

ঘটনাচক্রে কথাকেই বিয়ে করে এভি। আসলে সবটাই ছিল নিছক মজা। এই মজার সাক্ষী ছিল গুহ পরিবার। কিন্তু কথা এই ঘটনার আঁচ পায়নি বিন্দুমাত্র। বিয়ের দৃশ্যের শুটিং সেরে সমাজমাধ্যমে সেই মুহূর্ত তুলে ধরেছেন সুস্মিতা। যা হঠাৎ করে দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।