নিজস্ব সংবাদদাতা: বিয়ের চার মাসের মধ্যেই মা-বাবা হয়েছিলেন টলিপাড়ার নবদম্পতি রূপসা ও সায়নদীপ। ২৬ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সায়নদীপ সরকারের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন রূপসা চট্টোপাধ্যায়।

 


রূপসা এবং সায়নদীপের ঘর আলো কোলে আসে তাদের প্রথম পুত্র সন্তান। ধীরে ধীরে বেড়ে উঠছে তাঁদের সন্তান। রূপসা ধ্যান জ্ঞান এখন তাঁর ছোট্ট খুদে। তবে এবার প্রথম সন্তান জন্মের ২ মাসের মাথায় আবারও খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। ফের তাঁদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। তবে রূপসা কি আবারও মা হতে চলেছেন?

 


না, রূপসা নয়, তাঁর পরিবারের এক প্রিয় মানুষের ঘরে খুব শীঘ্রই সন্তান আসতে চলেছে। রূপসার বর অর্থাৎ সায়নদীপের ভাই খুব শীঘ্রই বাবা হতে চলেছে। নতুন কাকা-কাকিমা হতে চলেছেন রূপসা-সায়নদীপ। পরিবারের নতুন অতিথি আসার খবর সমাজমাধ্যমে লাইভে এসে ভাগ করে নিলেন রূপসা। জানালেন তাঁর ছেলে ডুগ্গু এবার বড়দাদা হতে চলেছে।

 


প্রসঙ্গত, এবার ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতিও নিতে শুরু করেছেন রূপসা। বাবা-মায়ের কাজের সঙ্গে তাল মিলিয়ে ছেলেও যাতে বড় হতে পারে সেই চেষ্টাই করছেন রূপসা‌। তাই একরত্তিকে বড় করে তোলার পাশাপাশি নিজেও বিনোদন জগতে নতুন রূপে হাজির হতে চলেছেন তিনি।