নিজস্ব সংবাদদাতা: বিয়ের চার মাসের মধ্যেই মা-বাবা হয়েছিলেন টলিপাড়ার নবদম্পতি রূপসা ও সায়নদীপ। ২৬ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সায়নদীপ সরকারের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন রূপসা চট্টোপাধ্যায়।

 


সমাজমাধ্যমে পুত্র সন্তানের আঙুলের ছবি পোস্ট করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন জুটিতে। ছেলের এক মাস পূর্ণ হতেই একরত্তির ছবি প্রকাশ্যে এনেছিলেন রূপসা। যদিও সেখানে দেখা যায়নি খুদের মুখ। এবার অভিনব কায়দায় ছেলের নাম প্রকাশ করলেন রূপসা-সায়নদীপ। 

 

 

রবিবার সমাজমাধ্যমে একটি ভিডিও ভাগ করেছেন রূপসা। ওই ভিডিওর শুরুতে আবাসনের দরজায় লাগানো নেমপ্লেট দেখানো হয়েছে। তাতে শ্বশুর, শাশুড়ির পাশাপাশি রূপসা, সায়নদীপের নাম লেখা। তবে কিছুটা অংশ কাগজে ঢাকা। আর সেই কাগজে হঠাৎই আগুন ধরিয়ে দিলেন রূপসা। আগুন লাগানো মাত্রই বেরিয়ে এল ছেলের নাম। খুদের নাম রেখেছেন, অগ্নিদেব। তারকা জুটির অভিনব ভাবনা অনুরাগীদের অবাক করেছে। তবে কেউ কেউ সমালোচনাও করছেন।

 


প্রসঙ্গত, এবার ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতিও নিতে শুরু করেছেন রূপসা। বাবা-মায়ের কাজের সঙ্গে তাল মিলিয়ে ছেলেও যাতে বড় হতে পারে সেই চেষ্টাই করছেন রূপসা‌। তাই একরত্তিকে বড় করে তোলার পাশাপাশি নিজেও বিনোদন জগতে নতুন রূপে হাজির হতে চলেছেন তিনি।