‘জোর’ ছবির সঙ্গীতযাত্রায় এক অনন্য সংযোজন হল হিন্দি টাইটেল গান ‘জোর সে’। পরিচালক গৌরব দত্ত-এর এই ছবির টাইটেল অ্যানথেমে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম। বাংলার রকস্টার-এর শক্তিশালী ও আবেগঘন কণ্ঠ ছবির মেজাজ ও দর্শনকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

গানটির কথা ও সুরে রয়েছেন সৌম্য রিত। সংবেদনশীল শব্দচয়ন ও গভীর কম্পোজিশনের মাধ্যমে তিনি ‘জোর’-এর আত্মাকে সঙ্গীতে রূপ দিয়েছেন। ‘জোর সে’ শুধুমাত্র একটি গান নয় এটি লড়াই, বিশ্বাস আর সামনে এগিয়ে যাওয়ার এক দৃপ্ত উচ্চারণ।

এই গানটি নির্মাতাদের কাছে এক আবেগঘন স্বপ্নপূরণের মুহূর্ত। ছোটবেলা থেকে যাঁর গান শুনে বড় হয়ে ওঠা, যাঁকে শ্রদ্ধা করা,সেই রূপম ইসলাম নিজের ছবির হিন্দি টাইটেল গান গাইছেন, ভাবনাটাই ছিল অভাবনীয়। নির্মাতার কথায়, “রূপম ইসলামকে আমি একপ্রকার পুজো করি। সৌম্য রিত অসম্ভব সুন্দর একটি গান লিখেছে ও সুর করেছে। আমার বন্ধু সৌম্যকে অনেক অনেক শুভেচ্ছা। প্রজাতন্ত্র দিবসের দিনে এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে না।”

 

রেকর্ডিংয়ের সময় রূপম ইসলামের নিষ্ঠা ও ডেডিকেশন ছিল চোখে পড়ার মতো। নিজের সামনেই তিনি গানটি এমনভাবে রপ্ত করে, এমন আবেগ ও দায়িত্ব নিয়ে গেয়েছেন যেন এটি তাঁর প্রথম গান এবং সেটিকেই সেরা করে তুলতে হবে। রূপম ইসলামের কথায়,
“সব কিছু ভাল হোক, আর জোরসে হোক।”

সমকালীন প্রেক্ষাপটে নির্মিত ‘জোর’ ছবিতে অভিনয় করেছেন প্রান্তিকা, জয় সেনগুপ্ত, রিকি তিওয়ারি, স্যান্ডি রং, শেখর কাঞ্জিলাল সহ আরও বহু প্রতিভাবান শিল্পী। শক্তিশালী গল্প ও অভিনয়ের সঙ্গে হিন্দি টাইটেল গান ‘জোর সে’ ছবির সংগীতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

">

‘জোর সে’ তাই শুধুমাত্র একটি টাইটেল গান নয়, এটি পরিচালক গৌরব দত্তের ছবি ‘জোর’-এর আত্মার আওয়াজ, যা দর্শকের মনে জোরালো ছাপ ফেলতে প্রস্তুত।