টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

মনের জানলা খুললেন গীতা

দীর্ঘদিন ধরে তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে চলা নানা অনুমান ও ছকভাঙা মন্তব্যের বিরুদ্ধে অবশেষে মুখ খুললেন গীতা কাপুর। বললেন, “আমি না কুমারী, না সন্ন্যাসিনী!” স্পষ্ট ভাবে জনপ্রিয় কোরিওগ্রাফার তথা ‘গীতা মা’ জানিয়ে দিলেন, অবিবাহিত নারীদের নিয়ে সমাজ যে সংকীর্ণ তকমা সেঁটে দিতে অভ্যস্ত, তা তিনি আর মেনে নিতে প্রস্তুত নন।

গীতার মতে, বিয়ে হয়েছে কি হয়নি তার উপর একজন নারীর মর্যাদা, সাফল্য কিংবা মূল্যবোধ কখনওই নির্ভরশীল নয়। কিংবা পুরনো সেকেলে মাপকাঠিতে বিচারযোগ্যও নয়। তিনি সেই নজরদারির বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন, যার মুখোমুখি বহু নারী প্রতিনিয়ত হন। একই সঙ্গে তিনি জোর দিয়ে জানিয়েছেন যে, স্বাধীনতা, আত্মসম্মান ও নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারই আসল, সমাজের কঠোর প্রত্যাশার ছাঁচে নিজেকে মানিয়ে নেওয়া নয়।

ফের অন্তঃসত্ত্বা রুবিনা?

অভিনেত্রী রুবিনা দিলাইক বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নতুন করে চর্চায় উঠে এসেছেন। স্বামী অভিনেতা অভিনব শুক্লর সঙ্গে যমজ কন্যাসন্তানের জন্মের প্রায় দু’বছর পর তাঁর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। তবে কি ফের অন্তঃসত্ত্বা রুবিনা? ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে কৌতূহল যেমন বেড়েছে, তেমনই অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন। আদৌ এটি কোনও সত্যিকারের ঘোষণা, নাকি কোনও প্রচারমূলক কৌশল, তা নিয়েই চলছে আলোচনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ওই ছোট ক্লিপে দেখা যায়, প্রিন্টেড শাড়ি পরে রুবিনা ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে বলছেন, “আমি অন্তঃসত্ত্বা।” কথা শেষ হতেই তিনি হালকা ঘুরে দাঁড়ান এবং ঠিক তখনই ভিডিওটি হঠাৎ কেটে যায়। এই পোস্টে কোনও অতিরিক্ত তথ্য দেওয়া হয়নি, এমনকি স্বামী অভিনব শুক্লকেও ট্যাগ করেননি রুবিনা।

ফলে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ কেউ ধরে নিচ্ছেন এটি সুখবরের ইঙ্গিত, আবার অনেকের মতে এর নেপথ্যে অন্য কোনও ঘোষণা বা ব্র্যান্ড প্রচারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আপাতত রুবিনা বা তাঁর পরিবারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য না আসায় রহস্যই রয়ে গেল অভিনেত্রীর এই পোস্ট।

বিমানবন্দরে বিনয়ী শাহরুখ

বৃহস্পতিবার ভোরে মুম্বই বিমানবন্দরে দেখা গেল বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় অভিনেতার একাধিক ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে সেই সবের মধ্যে একটি বিশেষ ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের।
ভাইরাল হওয়া ওই ভিডিওয় দেখা যায়, বিমানবন্দরে নিয়মমাফিক নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন শাহরুখ। যাচাই প্রক্রিয়ার অংশ হিসাবে নিরাপত্তারক্ষী তাঁকে সানগ্লাস খুলতে অনুরোধ করেন। কোনও রকম দ্বিধা না করে সেই অনুরোধ মেনে নেন অভিনেতা এবং ধৈর্য ধরে পরীক্ষার কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন।
পুরো ঘটনায় শাহরুখের শান্ত ও ভদ্র আচরণই সবচেয়ে বেশি নজর কেড়েছে। যখন নিরাপত্তারক্ষী প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেন, তখন সানগ্লাস খোলার পর তাঁকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । এমনকি সব কিছু শেষ হওয়ার নিরাপত্তারক্ষীর দিকে হাসি ছুড়ে দিয়ে বন্ধুসুলভ ভঙ্গিতে তাঁর পিঠে আলতো হাতও রাখেন শাহরুখ। তারপরই এগিয়ে যান নিজের গন্তব্যের পথে।
অভিনেতার এই বিনয়ী ব্যবহার ও শালীন আচরণ ফের একবার অনুরাগীদের মন জয় করেছে বলেই মনে করছেন অনেকেই।