প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা করে সম্প্রতি সকলকে চমকে দিয়েছেন অরিজিৎ সিং। তাঁর এই সিদ্ধান্তে দেশজুড়ে অনুরাগীদের মধ্যে যেমন আবেগ ও হতাশা ছড়িয়েছে, তেমনই এবার সামনে এসেছে আরও এক চমকপ্রদ সম্ভাবনার কথা। বিভিন্ন সূত্রের দাবি, গান থেকে সাময়িক বিরতি রাজনীতির ময়দানে নিয়ে নতুন এক অধ্যায় শুরু করার কথা ভাবছেন অরিজিৎ।
এনডিটিভি-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অরিজিৎ নাকি একটি রাজনৈতিক দল গঠনের বিষয়টি বিবেচনা করছেন এবং ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও রয়েছে তাঁর। বাংলা চলচ্চিত্র জগতের এক অন্দরের সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, প্রথমে তৃণমূল স্তরে রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা ভাবছেন গায়ক। তার পর ধীরে ধীরে নিজস্ব রাজনৈতিক দল গঠনের পথে এগোতে পারেন তিনি। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি আপাতত প্রার্থী হচ্ছেন না বলেই জানা যাচ্ছে।
উল্লেখ্য, অরিজিৎ সিংয়ের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। যদিও তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত গায়কের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন অরিজিৎ। ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জানাতে চাই, প্লেব্যাক গায়ক হিসাবে আর কোনও নতুন কাজ গ্রহণ করছি না। এখানেই ইতি টানছি। এই যাত্রাটা সত্যিই অসাধারণ ছিল।’
দীর্ঘ কেরিয়ারে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘রাবতা’, ‘কেশরিয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ কিংবা ‘তুঝে কিতনা চাহনে লগে’-র মতো অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। বাংলায় সম্ভবত তাঁর গাওয়া শেষ গান সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে'র ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’।
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এর গান ‘মাতৃভূমি’ই হতে চলেছে অরিজিতের শেষ বলিউড প্লেব্যাক গান। এক সময় সলমনের সঙ্গেই মনোমালিন্যে জড়িয়ে পড়েছিলেন অরিজিৎ সিং। সেই তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছিল যে গুঞ্জন রটেছিল, সলমনের কোনও ছবিতেই আর জায়গা পাবেন না অরিজিৎ। দীর্ঘদিন সেই দূরত্ব নিয়েই চলেছিল জল্পনা। তবে সময়ের সঙ্গে গলে যায় অভিমানের বরফ। পুরনো সব ভুল বোঝাবুঝি পেরিয়ে আবার সলমনের ছবিতে কণ্ঠ দেন অরিজিৎ। আশ্চর্যের বিষয়, তাঁর প্লেব্যাক কেরিয়ারের শেষ গানটিও হতে পারে সলমনেরই ছবির।
গানের দুনিয়া থেকে সরে দাঁড়ালেও অরিজিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা যে এখানেই থামছে না, তা বলাই বাহুল্য। রাজনীতির ময়দানে তিনি আদৌ পা রাখেন কি না, সে দিকেই এখন নজর অনুরাগীদের।
