'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে বর্তমানে ভিনগ্রহীদের হাতে বন্দি রাঙা। এদিকে তার জায়গা ম্যানেজ দিতে প্রক্সি দিচ্ছে তার বোন, নকল রাঙামতী। ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে সন্দেহ হয়েছে একলব্যর। এবার কি সে রাঙামতীর আসল পরিচয় জেনে যাবে?
সম্প্রতি 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সব্যসাচীর সঙ্গে বন্ধ ঘরে ফিসফিস করে কথা বলছে নকল রাঙামতী। সে চিন্তিত তার দিদিকে নিয়ে। বারবার জিজ্ঞেস করছে আদৌ আসল রাঙামতীকে খুঁজে পাওয়া যাবে কিনা। একই সঙ্গে সে জানায় একলব্য তাকে ছুঁয়েই বুঝতে পেরেছে যে সে আসল রাঙা নয়, কারণ নায়ক নায়িকার সম্পর্ক তেমনই দৃঢ়। দারুণ ভাল চেনে এক অন্যকে। বেজায় চিন্তায় পড়ে যখন বারবার আসল রাঙামতীর প্রসঙ্গ তোলে সে তখনই সেখানে প্রবেশ করে একলব্য। তবে কি সে এবার নিশ্চিত হবে নকল রাঙামতীর বিষয়ে? ধরে ফেলবে সমস্ত ভেক? একই সঙ্গে উদ্ধার করে আনতে সক্ষম হবে আসল রাঙামতীকে? এই সমস্ত প্রশ্নের উত্তর আগামী পর্বে জানা যাবে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ভিন গ্রহের প্রাণীদের শায়েস্তা করতে গিয়ে তাদের হাতেই বন্দি হয়েছে নায়িকা। কিন্তু কেন এসেছে ভিন গ্রহের এই জীবরা? ইউরেনিয়াম চুরি করতে, যাতে তারা সেটা দিয়ে বোমা বানাতে পারে। এমন অবস্থায় শেষ পর্যন্ত রাঙামতীর পরিণতি কী হয়, সে কি আদৌ তার কাজে সফল হতে পারবে? এই উত্তর আগামীতে পাওয়া যাবে।
প্রসঙ্গত, 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিক নিয়ে বিগত কিছু সময় ধরে লাগাতার বিদ্রুপ, কটাক্ষ চলছে নেটপাড়ায়। কিন্তু তার পরেও টিআরপিতে দাপট ধরে রেখেছে এই ধারাবাহিক। স্টার জলসার পর্দায় এটি নিয়মিত দেখা যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন মনীষা মন্ডল এবং নীলাঙ্কুর মুখোপাধ্যায়। প্রতিদিন এই ধারাবাহিকটি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সম্প্রচারিত হয়।
