সালটা ২০০৬। 'অগ্নিশপথ' ছবির হাত ধরে টলিউডে অভিষেক হয় এক নতুন মুখের। আজ তিনি ছক ভেঙে, নিজেকে বারংবার ভেঙে গড়ে একের পর এক ছবি উপহার দিয়ে চলেছেন। সেই মেগাস্টার দেব সম্প্রতি টলিউডে ২০ বছর পূর্ণ করলেন। সেই উপলক্ষ্যে কেক কেটে চলল উদ্যাপন।
দেব এদিন সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাঁকে দুই তলা কেক কেটে টলিউড ইন্ডাস্ট্রিতে ২ দশক উদ্যাপন করতে দেখা যায়। কেকের উপর তাঁর বিভিন্ন ছবির চরিত্রের ছবি, পপকর্ন, ইত্যাদি লাগানো ছিল।
অভিনেতা হিসেবে ২০ বছর পূর্ণ করেই দর্শকদের ধন্যবাদ জানান দেব। বলেন, 'ধন্যবাদ সবাইকে জনরা এখানে আছেন। ধন্যবাদ দর্শকদের যাঁরা ২০ বছর ধরে আমায় সহ্য করেছেন, ভালবেসেছেন, আশীর্বাদ করেছেন। আমার জন্য প্রার্থনা করেছেন তাঁদেরও ধন্যবাদ।' এদিন দেবের পাশে ছিলেন তাঁর প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কেক কেটে দেব তাঁকেই আগে খাওয়ান।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে এদিন সেই উদ্যাপনের ভিডিও পোস্ট করে লেখা হয়, 'দেব অধিকারীর ২০ বছর উদ্যাপন করা হল আমাদের অফিসে আমাদের টিমের সঙ্গে। স্টারডমের ২ দশক, কঠোর পরিশ্রমের দুই দশক। অসংখ্য মানুষের ভালবাসার ২ দশক।' এই ভিডিওতে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, প্রমুখ। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মেগাস্টারের অনুরাগীরা।
প্রসঙ্গত, দেবকে দর্শক শেষবার 'প্রজাপতি ২' ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে এখনও রমরমিয়ে ব্যবসা করছে এই ছবি। আগামীতে তাঁকে দেখা যাবে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিতে। চলতি বছরের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পাবে ছবিটি। এখানে উঠে আসবে উত্তরবঙ্গের করিমূল হকের জীবনী, যিনি বাইকে করে মুমূর্ষু রোগীদের প্রত্যন্ত গ্রাম থেকে হাসপাতালে পৌঁছে দেন।
এছাড়াও একগুচ্ছ ছবি ইতিমধ্যেই ঘোষণা করেছেন দেব। চলতি বছরের পুজোর সময় আসছে দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির সপ্তম ছবি, 'দেশু ৭'। ছবির নাম বা পরিচালক কে হবেন এসব এখনও ঘোষণা করা হয়নি। এছাড়া বড়দিনে মুক্তি পাবে 'টনিক ২'। 'খাদান ২' ছবিটিরও ঘোষণা করে রেখেছেন দেব। কানাঘুষোয় শোনা যাচ্ছে এই ছবিতে এবার দেবের বিপরীতে কোয়েল মল্লিক থাকতে পারেন। 'দেশু ৭' -এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গেলেও যেতে পারে। সবই এখন আলোচনার পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি।
