নিজস্ব সংবাদদাতা: সদ্যই শেষ হল স্টার জলসার ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'। শেষ হতেই নতুন কাজে ফিরলেন রোহন ভট্টাচার্য। এবার তিনি জুটি বাঁধছেন শোলাঙ্কি রায়ের সঙ্গে। এই প্রথমবার দর্শক জুটি হিসেবে পেতে চলেছেন রোহন-শোলাঙ্কিকে। 

সূত্রের খবর, ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর আগামী সিরিজে দেখা যেতে চলেছে এই জুটিকে। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে একটি পরিবার। আর সেই পরিবারকে কেন্দ্র করেই ছড়াবে রহস্যের জাল। আদ্যপান্ত থ্রিলার ঘরানার বাইরে রহস্যময় এই গল্পের পরিচালনায় রয়েছেন সৃজিত রায়।

আজকাল ডট ইন-এর পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে অস্বীকার না করেই তিনি জানান, পরিকল্পনা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবেন না।

সূত্রের খবর, এই সিরিজে দেখা যাবে টেলিভিশনের বেশকিছু পরিচিত মুখ। ময়না মুখোপাধ্যায়, অরুনাভ দে সহ দেখা যেতে পারে আরও অনেককেই। সিরিজের নাম এখনও চূড়ান্ত হয়নি। চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে শুটিং।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোলাঙ্কিকে 'হইচই'-এর 'বোকাবাক্সতে বন্দী' সিরিজে দেখেছেন দর্শক। অন্যদিকে রোহন ধারাবাহিক চলাকালীন সেড়ে ফেলেছেন বেশকিছু ছবি ও সিরিজের কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত 'ব্রহ্মা অর্জুন' সিরিজটি।