বরাবরই নিজের চিন্তাভাবনা মেদহীন মেজাজে, সপাটে পেশ করেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সে কথায় হোক অথবা ফেসবুকের পাতায়। কোনও আলগা আভিজাত্য তাঁকে যে একেবারেই আকর্ষণ করে না, তাও স্পষ্ট ঋত্বিকের জীবন বাঁচার ধরন দেখে। তাঁর সোশ্যাল মিডিয়ায় করা পোস্টগুলো দেখলেই বোঝা যায় তিনি কতটা সহজ, নির্ভেজাল ভাবে জীবনটাকে উপভোগ করেন। পাশাপাশি রাজনৈতিক শ্লেষও মাঝেমধ্যে দিব্যি ফুটে ওঠে তাঁর নানান পোস্টে। এবং তা সবই সুচারুভাবে। তবে অনেকেই ঋত্বিকের সহজ সরল পোস্টে আপত্তি তোলার পাশাপাশি তাঁকে কটাক্ষ করেন। ঋত্বিক কিন্তু মোটেই এড়িয়ে যান না তাঁর ট্রোলারদের। পাল্টা মুখের উপর জবাব দিয়ে চুপ করিয়ে দেন। এবারও তার অন্যথা হয়নি। 

 

অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে হাসিমুখের একটি ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন ঋত্বিক। ছবিতে দেখা যাচ্ছে, দু'জন পাশাপাশি হাসিমুখে বসে আছেন, গল্পসল্প করছেন। সেই আড্ডার এক ফাঁকেই এই ছবি তোলা। ছবির সঙ্গে ঋত্বিকের ক্যাপশনটিও ভারী মজাদার-  "কে শিল আর কেই বা নোড়া? যখন এক ফ্রেমে একেন গোরা"

 

উল্লেখ্য, বড়পর্দা এবং ওটিটি মিলিয়ে অনির্বান অভিনীত গোয়েন্দা একেনবাবু চরিত্রটি দারুণ প্রিয় দর্শকমহলে। আবার অন্যদিকে, ঋত্বিক অভিনীত খানিক পাগলাটে অথচ প্রখর বুদ্ধিদীপ্ত, ভুলো মনের গোয়েন্দা চরিত্র গোরা-কে নিয়েও কম আগ্রহ নিয়ে দর্শকমহলে। সেই সুবাদেই নিজেদের গোরা এবং একেন বলে সম্বোধন করেছেন ঋত্বিক।   


স্বভাবতই অভিনেতার এই পোস্ট দেখে নেটপাড়ার একটি বড় অংশ আপ্লুত এবং একইসঙ্গে কৌতূহলীও। তাঁদের প্রশ্ন- তাহলে কি কোনও সিরিজে একই রহস্যের সমাধান করতে মুখোমুখি হচ্ছেন একেন ও গোরা? তাই তো কেউ লিখেছেন, “একেন ও গোরাকে একই সিরিজে চাই, যেখানে দু'জনে মিলে নিজেদের ছন্দে রহস্যের সমাধান করবে।” আবার কেউ লিখেছেন, “দুই গোয়েন্দা একসঙ্গে। কোনও স্পেশ্যাল কেস নাকি?” নজর কেড়েছে আরেক নেটিজেনের মন্তব্যও, “এই ছবিটা শীতটাকে জমিয়ে দিল!”


কিন্তু অভিনেতার এমনই সাধারণ অথচ মজার এই ব্যাপারটা মোটেই পছন্দ করছেন না জনৈক নেটিজেন।  তাঁর আপত্তির কথা আবার জানিয়ে ফেসবুকের কমেন্ট বক্সে লিখলেন, টালিগঞ্জের অনেক অভিনেতাই এখন একেনবাবুকে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করছে। “ঋত্বিক কিন্তু নেটিজেনের এরকম মন্তব্য একেবারেই এড়িয়ে যাননা। তাই এবারও যাননি। উলটে তিনি উত্তরে লিখলেন, “আর আপনি? টালিগঞ্জকে ভর দিয়ে সোজা হওয়ার প্ল্যান করছেন?” সঙ্গে জুড়ে দিয়েছেন অট্টহাসির ইমোজিও। 

 

 

 

ঋত্বিকের এই জবাবের পর একেবারেই চুপ হয়ে গিয়েছেন জৈনক নেটিজেন। তবে ঋত্বিক-অনুরাগীদের অনেকে এই জবাবে বেশ আপ্লুত। ঋত্বিককে সমর্থন জানিয়ে লেখা হয়েছে, “আপনি যেমন আছেন তেমনিই থাকুন!”