নিজস্ব সংবাদদাতা: 'সাগরদ্বীপে যকের ধন'-এর পর এবার 'সোনার কেল্লায় যকের ধন'। 'সুরিন্দর ফিল্মস'-এর প্রযোজনায় এবং সায়ন্তন ঘোষালের পরিচালনায় ছবির শুটিং হয়েছে রাজস্থানের জয়সলমীর শহরের বিখ্যাত সোনার কেল্লায়। এবার সামনে এল ছবির প্রথম পোস্টার। 

 


যেখানে দেখা যাচ্ছে 'বিমল', 'রুবি', 'কুমার' অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী দাঁড়িয়ে রয়েছেন বালির শহরে। সামনে রয়েছে সোনার কেল্লা! পোস্টার ভাগ করে 'সুরিন্দর ফিল্মস'-এর পক্ষ থেকে সমাজমাধ্যমে লেখা হয়েছে, 'পূর্বজন্মের গল্পে ভবিষ্যতের সেতুবন্ধন, সোনার কেল্লার রহস্য উন্মোচন।'

 


জয়সলমীরের সোনার কেল্লা বাংলায় না হলেও বাঙালির খুব আপন। তার কারণ একটাই সত্যজিৎ রায়। 'সোনার কেল্লা'র কথা উঠলেই ছোট্ট মুকুলের কথা মনে পড়ে। তবে হ্যাঁ মুকুল তো আর সেই ছোট ছেলেটি নেই কালের নিয়মে সেও বড় হয়েছে। যেই চরিত্রে এবার সুপ্রভাত দাস। 

 


মধ্যবয়সী মুকুলের পূর্বজন্মের কিছু স্মৃতি আবারও ফিরে আসছে। তার স্মৃতিকে ভর করে পরশপাথরের খোঁজে সোনার কেল্লায় মুকুলের ডেরায় মুকুলকে নিয়ে হাজির যকের ধন ফ্র্যাঞ্চাইজির তিন মূর্তি বিমল, রুবি, কুমার অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক এবং গৌরব চক্রনার্তী। এই ছবিতে এসেছে নতুন চরিত্রে দেখা মিলবে সাহেব চট্টোপাধ্যায়ের। এরপর কোন খাতে এগোবে গল্প, তার উত্তর মিলবে বড়পর্দায়। ইতিমধ্যেই, সামনে এসেছে ছবি মুক্তির দিনক্ষণ। শনিবার প্রথম পোস্টার ভাগ করে সমাজমাধ্যমে নির্মাতারা জানিয়েছেন গরমের ছুটিতে অর্থাৎ ৩০ মে আসছে রহস্য রোমাঞ্চে ভরপুর ছবিটি।