সংবাদ সংস্থা মুম্বই: 'জওয়ান' দিয়ে বক্স অফিস কাঁপানোর পর, এবার আরও বড় খেলা শুরু করলেন পরিচালক অ্যাটলি। ২০২৫ সালে তিনি হাত মেলালেন ‘পুষ্পা ২’খ্যাত আল্লু অর্জুনের সঙ্গে— আর তৈরি হচ্ছে এক অদ্ভুত, অভূতপূর্ব, অ্যাভাটার-ধাঁচের ভিজ্যুয়াল মহাকাব্য, যার নাম এখনও গোপন— শুধু কোডনেম এএ২২xএ৬।  এও শোনা যাচ্ছে,  অ্যাটলির এই ছবি দু’নায়কের গল্প। কিন্তু আল্লু অর্জুনের সহকারী দলের তরফে জানানো হয়েছে, আল্লু-ই নাকি এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন!

 

ছবির কাস্টিংয়ের রয়েছে বিস্ফোরক চমক — এক ছবিতে দীপিকা, জাহ্নবী, মৃণাল আর এবার এলেন রশ্মিকা মন্দানাও! জানা গিয়েছে, অ্যাটলির এই বিগ-বাজেট সায়েন্স ফ্যান্টাসি ফিল্মে সদ্য যুক্ত হয়েছেন রশ্মিকা মন্দানা। ছবিতে একেবারে অন্য রকম চরিত্রে দেখা যাবে তাঁকে— এমন এক চরিত্র, যা তাঁর কেরিয়ারের অন্যতম সাহসী পদক্ষেপ হতে চলেছে। সূত্র আরও জানিয়েছে, রশ্মিকার লুক টেস্ট এবং বডি-স্ক্যান ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসে সম্পন্ন হয়েছে। তাঁর চরিত্রের প্রি-প্রোডাকশননেরও কাজ নাকি চলছে পুরোদমে।

 

 

অ্যাটলি তৈরি করছেন এমন এক প্রযুক্তিনির্ভর সিনেমা যা দুই ভিন্ন জগৎ বা ‘ইউনিভার্স’-এ বিস্তার লাভ করবে। নির্মাতাদের দাবি, এ ছবি দর্শকের কাছে এমন এক ভিজ্যুয়াল অভিজ্ঞতা হতে চলেছে যা ভারতীয় সিনেমাকে পৌঁছে দেবে আন্তর্জাতিক উচ্চতায়। ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শেষ হবে। একইসঙ্গে চলবে ভিএফএক্স এবং পোস্ট-প্রোডাকশনের কাজ, যাতে এই শুট চলাকালীনই অভিনেতারা বুঝতে পারেন তাঁদের পারফরম্যান্স কেমন আসছে পর্দায়।

 

সান পিকচার্স প্রযোজিত এই প্রোজেক্ট মুক্তি পাবে ২০২৬-এর শেষে অথবা ২০২৭-এ, বিশ্বের একাধিক ভাষায়। লক্ষ্য একটাই— ভারতীয় সিনেমার এমন এক প্যান-ওয়ার্ল্ড স্পেক্টাকেল তৈরি করা, যা গোটা বিশ্বের মনে গেঁথে যাবে। এটুকু বলতে পারা যায়— অ্যাটলি- আল্লু অর্জুনের এই পরবর্তী সিনেমা শুধুমাত্র বড় পর্দার নয়, বরং ভারতীয় সিনেমার পরবর্তী ইতিহাস রচনার অংশ হতে চলেছে!