রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে গুঞ্জনই সত্যি হল। অবশেষে বাগদান সারলেন রশ্মিকা-বিজয়। শীঘ্রই বিয়ের পিড়িতেও বসতে চলেছেন তারকা যুগল।
শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রশ্মিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে বিষয়টি ছিল শুধুই কানাঘুষো। তবে শনিবার বিজয় দেবরকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয় যে এই সুখবর আর গুজব নয়, সত্যিই বাগদান সেরেছেন তাঁরা। ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে চলেছে।
যদিও সম্পর্কের পরিণতি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন দু’জনেই। রশ্মিকা বা বিজয় কেউই সমাজমাধ্যমে এ নিয়ে কোনও পোস্ট করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সবকিছু খুব ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের আয়োজনও হবে আড়ম্বরপূর্ণ কিন্তু ব্যক্তিগত পরিসরে।
অনুরাগীরা যখন অধীর আগ্রহে এই জুটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণার বা বাগদানের ছবি দেখার জন্য অপেক্ষা করছে, ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় এলেন রশ্মিকা। বাগদানের গুঞ্জনের পর রশ্মিকা মন্দানা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম পোস্টটি করেন। তবে অনুরাগীদের সব জল্পনা কল্পনাকে এড়িয়ে গিয়ে তিনি একটি অপ্রত্যাশিত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনের কোনও নতুন খবর দেওয়া বা গুজব নিশ্চিত করার বদলে, তিনি তাঁর আসন্ন ছবি 'দ্য গার্লফ্রেন্ড'-এর টিজার প্রকাশ করেন।
