বিয়ের সানাই বেজে উঠতে চলেছে রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরাকোন্ডার জীবনে। শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নায়িকা। সম্প্রতি তিনি উড়ে গিয়েছেন উদয়পুরে। নিজের বিশেষ দিনের জন্য উপযুক্ত ভেন্যু খুঁজে দেখতে। জানা গিয়েছে, তিনি তিন দিন ধরে শহরের বিভিন্ন রাজপ্রাসাদ, লেক-রিসর্ট এবং সম্ভাব্য অনুষ্ঠানস্থল ঘুরে দেখেছেন।

সূত্রের খবর, রশ্মিকা ব্যক্তিগতভাবে প্রতিটি আয়োজন তদারকি করছেন যাতে কিছুই ত্রুটিপূর্ণ না হয়। এক সূত্র জানাচ্ছে, “হ্যাঁ, রশ্মিকা উদয়পুরে গিয়েছিলেন সম্ভাব্য বিয়ের জায়গা দেখতে। উদয়পুরের রাজকীয় রিসর্ট আর লেকের মনোরম পরিবেশই তাঁকে মুগ্ধ করেছে। তিনি মনে করছেন, জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য এর চেয়ে উপযুক্ত জায়গা আর হয় না।”

যদিও বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামী বছর ফেব্রুয়ারিতেই বিয়ে সারতে পারেন বিজয়-রশ্মিকা, তবে উদয়পুরে এখনও কোনও আনুষ্ঠানিক বুকিং হয়নি। সূত্র আরও জানায়, “রশ্মিকা চমকপ্রদ এক বিয়ে চান, এবং উদয়পুর তাঁর মনে জায়গা করে নিয়েছে। তবে এখনই কিছু চূড়ান্ত হয়নি।”
অন্য দিকে, সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “বিজয় এবং রশ্মিকা আগামী বছরই বিয়ের পরিকল্পনা করছেন।” জানা গিয়েছে, তাঁদের বিয়েতে দক্ষিণ ভারতীয় এবং রাজস্থানি দুই সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে। অনুষ্ঠানটি হবে একান্ত পারিবারিক—যেখানে উপস্থিত থাকবেন কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে হায়দরাবাদের এক ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেছেন বিজয় এবং রশ্মিকা। প্রকাশ্যে যদিও তাঁরা কোনও ঘোষণা করেননি বা ছবি শেয়ার করেননি, তবে বিজয়ের টিম নিশ্চিত করেছে যে তাঁদের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে এবং বিয়ের সম্ভাব্য তারিখ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।
২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’  এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’এ একসঙ্গে কাজ করার সময় থেকেই এই দুই তারকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। পরে একাধিকবার তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। গত আগস্টে তাঁরা নিউ ইয়র্কে ৪৩তম ‘ইন্ডিয়া ডে প্যারেড’-এর নেতৃত্ব দেন। এছাড়া ভারত বিয়ন্ড বর্ডার্স নামের একটি ইভেন্টেও যুগলকে একসঙ্গে দেখা গিয়েছিল।

তাঁদের ভক্তরা বহুবার লক্ষ্য করেছেন—দু’জন আলাদা আলাদা সময়ে একই জায়গা থেকে ছুটি কাটানোর ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যা গুজবের পালে আরও হাওয়া দিয়েছে। তাঁরা যদিও দীর্ঘদিন সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে ২০২৪ সালে দু’জনেই স্বীকার করেন যে তাঁরা ‘সিঙ্গল’ নন, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি।

রশ্মিকা এবং বিজয়ের প্রেমকাহিনি শুরু হয়েছিল রুপোলি পর্দায়, আর এবার তা বাস্তব জীবনে পরিণতি পেতে চলেছে। এখন নজর শুধু তাঁদের রাজকীয় বিয়ের দিকে।