রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চার শেষ নেই। যদিও কখনওই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে গুঞ্জনই সত্যি হল। অবশেষে বাগদান সারলেন রশ্মিকা-বিজয়। শীঘ্রই বিয়ের পিড়িতেও বসতে চলেছেন তারকা যুগল। 

শুক্রবার থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় ও রশ্মিকার বাগদানের খবর ছড়িয়ে পড়ে। ভক্তদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও প্রথমে বিষয়টি ছিল শুধুই কানাঘুষো। তবে শনিবার বিজয় দেবরকোন্ডার ঘনিষ্ঠ সূত্র থেকেই নিশ্চিত করা হয় যে এই সুখবর আর গুজব নয়, সত্যিই বাগদান সেরেছেন তাঁরা। ৩ অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। এক ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুরা। জানা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হতে চলেছে। 

আরও পড়ুনঃ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘ওয়ার ২’! ৪০০ কোটির ছবির ব্যর্থতা নিয়ে অবশেষে কী বললেন হৃতিক

যদিও সম্পর্কের পরিণতি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে রেখেছেন দু’জনেই। রশ্মিকা বা বিজয় কেউই সমাজমাধ্যমে এ নিয়ে কোনও পোস্ট করেননি। তবে তাঁদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, সবকিছু খুব ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের আয়োজনও হবে আড়ম্বরপূর্ণ কিন্তু ব্যক্তিগত পরিসরে।

‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই রশ্মিকা ও বিজয়ের প্রেম নিয়ে জল্পনা ওঠে তুঙ্গে। দুই তারকার একসঙ্গে ঘোরাঘুরি, ছুটি কাটানো কিংবা পারিবারিক অনুষ্ঠানে উপস্থিতি-সবকিছুই বারবার তাঁদের সম্পর্কের প্রমাণ হিসেবে ধরেছিলেন অনুরাগীরা। তবে বিজয়-রশ্মিকা বরাবর বলে এসেছেন,“আমরা শুধু ভাল বন্ধু।” আর এখন সেই বন্ধুত্বই রূপ নিচ্ছে বৈবাহিক সম্পর্কে। অনুরাগীদের দাবি, এই বিয়ে হবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিয়ের মধ্যে অন্যতম।

প্রসঙ্গত, চলতি বছর জুন মাসে রশ্মিকা তাঁর সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন। কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ির সঙ্গে একেবারে সাবেক সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। আর এই ছবি দেখেই বিজয়ের সঙ্গে তাঁর বিয়ের জল্পনা শুরু হয়েছিল। খবর ছড়িয়েছিল, বিজয় ও রশ্মিকা নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। আসলে নেটাগরিকরা চেনেন বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেতা। তাই সেই বাড়ি থেকেই যে রশ্মিকা ছবি দিয়েছেন তা চোখ এড়ায়নি কারওর। আর অবশেষে পড়ল সম্পর্কে সিলমোহর। বাগদান সেরে খুব শীঘ্রই দক্ষিণী তারকা জুটির চার হাত এক হতে চলেছে।