টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

সাফল্যের নজির ‘ধুরন্ধর’ রণবীরের

প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই নতুন স্পাই থ্রিলারটি মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। রণবীর সিং অভিনীত এই ছবি বর্তমান গতি বজায় রাখতে পারলে, চলতি বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে।

দ্বিতীয় সপ্তাহের রবিবার ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসে। ওই দিন শুধুমাত্র ভারতেই ‘ধুরন্ধর’  নেট আয় করেছে ৫৯ কোটি টাকা। এর ফলে দ্বিতীয় উইকেন্ড শেষে ছবিটির মোট ঘরোয়া আয় দাঁড়িয়েছে ১৪৪.৫০ কোটি টাকা, যা প্রথম উইকেন্ডের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। মাত্র ১০ দিনে ভারতীয় বাজারে ছবিটির মোট নেট কালেকশন ৩৫১.৭৫ কোটি টাকা, যা গ্রস হিসেবে দাঁড়াচ্ছে প্রায় ৪২২ কোটি টাকা।

বক্স অফিস ট্রেন্ড দেখে ট্রেড বিশেষজ্ঞদের অনুমান, খুব শীঘ্রই ছবিটি ৪০০ কোটি ও ৫০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে। এমনকি বিরল ৬০০ কোটির ক্লাবেও প্রবেশ করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকে।

বিদেশি বাজারে ‘ধুরন্ধর’এর যাত্রা প্রথমে তুলনামূলকভাবে ধীরগতির হলেও মুখে-মুখে প্রশংসা ছড়িয়ে পড়ার সঙ্গেই ছবিটি সেখানে গতি পায়। ট্রেড সূত্রের খবর, মুক্তির ১০ দিনের মধ্যেই আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি আয় করেছে ১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এর মধ্যে শুধুমাত্র দ্বিতীয় উইকেন্ডেই এসেছে প্রায় ৪.৫ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’এর মোট আয় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রায় ৫৩০ কোটি টাকায়, যা ছবিটির সাফল্যকে আরও জোরাল করে তুলেছে।

রবিবার ‘ধুরন্ধর’ শুধু বিশ্বব্যাপী ৫০০ কোটির গণ্ডি পার করেনি, সাম্প্রতিক সময়ে একাধিক বড় হিট ছবির বক্স অফিস আয়ও ছাপিয়ে গিয়েছে। ছবিটির মোট বিশ্বব্যাপী আয় বর্তমানে প্রায় ৫৩০ কোটি টাকা, যা রজনীকান্ত অভিনীত ‘কুলি’ (৫১৮ কোটি টাকা), শাহরুখ খানের ‘ডাঙ্কি ’(৪৭০ কোটি টাকা), হৃতিক রোশনের ‘ওয়ার ’(৪৪৯ কোটি টাকা) এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ (৩৬৫ কোটি টাকা)-এর চূড়ান্ত আয়ের থেকেও বেশি।

হেলমেট না পড়ে বিপাকে সোহেল

মুম্বইয়ের রাস্তায় হেলমেট ছাড়া একটি দামি মোটরবাইক চালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন অভিনেতা এবং প্রযোজক সোহেল খান। ভাইরাল হওয়া ওই ক্লিপে দেখা যায়, প্রায় ১৭ লক্ষ টাকার একটি বাইক নিয়ে বান্দ্রা এলাকায় হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই পথনিরাপত্তা এবং ট্রাফিক আইন মানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এবং অনলাইনে সমালোচনার মুখে পড়েন সোহেল।

এই বিতর্কের প্রেক্ষিতে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিজের ভুল স্বীকার করে নেন সোহেল। একই সঙ্গে তিনি সকল বাইক আরোহীকে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। হেলমেট না পরার বিষয়টি নিয়ে ব্যক্তিগত অসুবিধার কথাও অকপটে তুলে ধরেন অভিনেতা।
সোহেল বলেন, “আমি সব বাইক চালকদের অনুরোধ করতে চাই, দয়া করে হেলমেট পরুন। মাঝে মাঝে আমি হেলমেট পরা এড়িয়ে চলি, কারণ এতে আমার দমবন্ধ লাগে। কিন্তু সেটি কোনওভাবেই হেলমেট না পরার অজুহাত হতে পারে না। ছোটবেলা থেকেই বাইক চালানো আমার নেশা। বিএমএক্স সাইকেল দিয়ে শুরু হয়েছিল, আর এখন বাইক চালাই।”

তিনি আরও জানান, ঝুঁকি কমানোর জন্য সাধারণত গভীর রাতে, যখন রাস্তায় যানবাহনের চাপ কম থাকে, তখনই তিনি বাইক চালান। “আমি ধীরগতিতেই বাইক চালাই এবং আমার গাড়িও পিছন থেকে আমাকে অনুসরণ করে,” বলেন সোহেল।

আবাসনে অনুজের উপর হামলা

‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’, ‘সাথ নিভানা সাথিয়া ’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা অনুজ সচদেবের উপর হামলার একটি ভিডিও রবিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে শেয়ার হতেই চাঞ্চল্য ছড়ায়। ভিডিওয় দেখা যায়, মুম্বইয়ের গোরেগাঁওয়ে তাঁর আবাসনেরই এক বাসিন্দা অনুজের উপর চড়াও হন।

অভিযোগ, ওই ব্যক্তি দাবি করেন যে অনুজের কুকুর তাঁকে কামড়েছে। এই অভিযোগকে ঘিরেই উত্তেজনা বাড়ে এবং ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অনুজকে গালিগালাজ করতে থাকেন।

ভিডিওয় আরও দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি একটি লাঠি তুলে নিয়ে আগ্রাসী ভঙ্গিতে অনুজকে মারধর করতে থাকেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ চালিয়ে যান।

এক মহিলাকে সিকিউরিটি গার্ডদের ডাকতে শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই দু’জন নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে অনুজের কাছ থেকে সরিয়ে নিয়ে যান।
পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করার সময় অভিযুক্ত ব্যক্তি অনুজকে প্রাণনাশের হুমকিও দেন বলে ভিডিওতে শোনা যায়। ঘটনার পর আহত অবস্থায় ক্যামেরার সামনে এসে অনুজ জানান, তাঁর উপর হামলা করা হয়েছে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিরাপত্তা এবং আবাসনের ভেতরে বাসিন্দাদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।