সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

২০০ কোটির গণ্ডি টপকেই বিপদে 'ধুরন্ধর'! নিষিদ্ধ ৬টি দেশে
মুক্তি পাওয়ার পর থেকেই 'ধুরন্ধর' ঝড়ে কাবু গোটা দেশে। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করছে এই ছবি। সদ্যই ২০০ কোটির গণ্ডি টপকাল এই ছবি। আর তারপরই বিপদের মুখে পড়ল রণবীর সিং অভিনীত ছবিটি। একসঙ্গে ছয়টি দেশে নিষিদ্ধ ঘোষণা করা হল এই ছবি। কোন কোন দেশে? মধ্যপ্রাচ্যের ৬টি দেশে দেখানো হবে না 'ধুরন্ধর'। তালিকায় আছে বাহারেন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং আরব আমিরাত। অ্যান্টি-পাকিস্তান বার্তা দিয়েছে নাকি 'ধুরন্ধর', তাই এই দেশগুলোতে নিষিদ্ধ করে দেওয়া হল এই ছবিকে। জানা গিয়েছে, ছবির নির্মাতারা মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিটি দেশ থেকেই সেই আবেদন বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, কেবল 'ধুরন্ধর' নয়, এর আগে 'ফাইটার', 'স্কাইফোর্স', 'দ্য ডিপ্লোম্যাট', 'আর্টিকেল ৩৭০', 'দ্য কাশ্মীর ফাইলস'ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও এই ছবিগুলোর মধ্যে 'ফাইটার' ছবিটি আরব আমিরাতে মুক্তি পেয়েছিল, কিন্তু একদিনের মধ্যেই সেই ছবি সমস্ত হল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে যাই হোক, ভারতীয় বক্স অফিসে দাপট দেখাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই এক সপ্তাহে ২০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে 'ধুরন্ধর', দেশের বাইরে ৪৪.৫ কোটি টাকা আয় করেছে। 


নেই 'বীরু', ধর্মেন্দ্রর জন্মবার্ষিকী মিটতেই বড়পর্দায় ফের বড়পর্দায় মুক্তি পেল শোলে 
আবার মুক্তি পেল 'শোলে'। ১২ ডিসেম্বর 'জয়', 'বীরু' তাঁদের 'রামগড়' সফর নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন এদিন। তবে চমকের বিষয় হল, ইমারজেন্সির সময় এই ছবির ক্লাইম্যাক্সের একাধিক দৃশ্য বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এবার গোটা ছবিটি, অর্থাৎ পরিচালক রমেশ সিপ্পি যে যেভাবে ছবিটি ভেবেছিলেন, বানিয়েছিলেন সেটা আনকাট দেখা যাবে। গব্বর সিং এবং ঠাকুরের মুখোমুখি হওয়ার দৃশ্য থেকে ক্লাইম্যাক্সের যে দৃশ্য অতিরিক্ত ভায়োলেন্স রয়েছে বলে বাদ দেওয়া হয়েছিল সেগুলোও থাকবে। অর্থাৎ এর আগে এই ছবির যে দুটো দৃশ্য কখনও দেখা যায়নি এবার সেটাও দেখা যাবে। প্রযুক্তির সাহায্যে এই ছবিটিকে ৪কে রেজোলিউশনে পুনুরুদ্ধার করা হয়েছে। সঙ্গে রয়েছে ডলবি ৫.১ সাউন্ড। আনকাট এই ভার্সনের রানটাইম ২০৯ মিনিট, যা ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ছবিটির তুলনায় বেশি সময়ের। নভেম্বরের শেষে না ফেরার দেশে পাড়ি দেন ধর্মেন্দ্র। 'বীরু'র জন্মবার্ষিকী এবং প্রার্থনা সভা সদ্যই মিটল। তারপরই ফের পুনরায় বড়পর্দায় এল ছবিটি। 

বাবার স্মৃতিচারণে ধর্মেন্দ্রর প্রাক্তন স্ত্রী-সানির ছবি পোস্ট এষার 
সম্প্রতি বাবার স্মৃতিচারণে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন এষা। সেখানেই তিনি ধর্মেন্দ্রর অনস্ক্রিন এবং অফস্ক্রিন সফর নিয়ে কথা বলেন। একগুচ্ছ ছবি দিয়ে একটি কোলাজ ভিডিও বানিয়ে পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে ধর্মেন্দ্রর প্রাক্তন স্ত্রী প্রকাশ কৌরের ছবি। রয়েছে সানি দেওল এবং 'হিম্যান'-এর অদেখা একটি ছবিও। আলাদা আলাদা প্রার্থনা সভার পর দুই পরিবারের তরফে সম্প্রতি একত্রে ধর্মেন্দ্রর প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। এরপরই এই পোস্টটি করেন এষা। ভিডিওতে প্রকাশ কৌর, সানি, ববি, অজেতা, বিজেতা এবং ধর্মেন্দ্রর একটি ছবি দেখা যাচ্ছে। আবার আরেকটি ছবিতে সানি দেওলের সঙ্গে ধর্মেন্দ্রকে দেখা গিয়েছে। বাদ যায়নি নাতি করণ দেওলের সঙ্গে প্রয়াত অভিনেতার ছবিও। এছাড়া হেমা মালিনী এবং তাঁদের দুই বোন, এষা এবং অহনার সঙ্গে ছবি তো আছেই। ভিডিওর নেপথ্যে ধর্মেন্দ্রর কণ্ঠ শোনা যায়। তবে এই ভিডিওতে কোনও ক্যাপশন লেখেননি অভিনেত্রী।