টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'ডন ৩'-এর প্রস্তুতি তুঙ্গে রণবীরের
আদিত্য ধরের স্পাই থ্রিলার 'ধুরন্ধর' বক্স অফিসে যে তাণ্ডব চালাচ্ছে, তাতে ঘুম উড়েছে তাবড় তাবড় রেকর্ডধারীদের। মাত্র ১৭ দিনেই বিশ্বজুড়ে ৮০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। আর এই অভাবনীয় সাফল্যের রেশ কাটতে না কাটতেই নিজের পরবর্তী বড় প্রোজেক্ট 'ডন ৩'-এর জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন রণবীর। মুক্তির পর থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য রণবীর। দেশি ও বিদেশি বাজার মিলিয়ে ইতিমধ্যেই ৮০৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। শুধু ভারতেই এর আয় ৫৫০ কোটি ছাড়িয়েছে। শাহরুখ খানের 'জওয়ান' বা রণবীর কাপুরের 'অ্যানিমাল'-এর মতো ব্লকবাস্টারদের রেকর্ডও এখন হুমকির মুখে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, যেভাবে ভিড় বাড়ছে, তাতে ১০০০ কোটির মাইলফলক ছোঁয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। তবে সাফল্যের জোয়ারে গা ভাসিয়ে বসে থাকার পাত্র নন রণবীর। 'ধুরন্ধর'-এর হাড় কাঁপানো অ্যাকশনের পর এবার তিনি তৈরি হচ্ছেন ফারহান আখতারের 'ডন ৩'-এর জন্য। শোনা যাচ্ছে, গত সপ্তাহ থেকেই ছবির জন্য কড়া অ্যাকশন ট্রেনিং শুরু করে দিয়েছেন অভিনেতা।
আহানের জন্মদিনে মিষ্টি বার্তা অনিতের
বলিউডের নতুন হার্টথ্রব আহান পাণ্ডের জন্মদিন আজ। আর এই বিশেষ দিনে সমাজমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন এক পোস্ট করেছেন ‘সাইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনিত পাড্ডা।মঙ্গলবার মধ্যরাতে ইন্সটাগ্রামে আহানের সঙ্গে কাটানো বেশ কিছু অদেখা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন অনিত। এই পোস্টটি সামনে আসার পরই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। কমেন্ট সেকশনে অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা তাদের রসায়নকে ‘সোলমেট’ বলে আখ্যা দিয়েছেন। তবে প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও দুজনেই বারবার জানিয়েছেন যে তারা একে অপরের খুব ভাল বন্ধু। চলতি বছর মোহিত সুরির ব্লকবাস্টার ছবি ‘সাইয়ারা’-র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই জুটির। সিনেমাটি বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে।
বউকে আগলালেন রাজ
সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার শেষ নেই। তবে সাম্প্রতিক এক ঘটনা যেন সেই জল্পনার আগুনে নতুন করে ঘি ঢালল। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন দক্ষিণী এই সুপারস্টার। তবে শুধু তিনি নন, সকলের নজর কেড়েছে অন্য একটি বিষয়— তাঁকে নিতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন পরিচালক রাজ নিদিমোরু। হায়দরাবাদে একটি স্টোর লঞ্চের অনুষ্ঠানে গিয়ে ভক্তদের ভিড়ে কার্যত নাকাল হতে হয়েছিল সামান্থাকে। সেই ধকল কাটিয়ে তিনি যখন মুম্বইয়ে পা রাখলেন, তখন তাঁর মুখে ছিল এক চিলতে হাসি। সাদা টি-শার্ট, সবুজ সোয়েটার আর বেল-বটম জিন্সে দেখা গেল সামান্থাকে। টার্মিনাল থেকে বেরোতেই দেখা যায়, পরিচালক রাজ নিদিমোরু নিজেই গাড়ি নিয়ে এসেছেন তাঁকে নিতে। সামান্থাও দেরি না করে পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাসিমুখে পোজ দিয়ে সোজা উঠে পড়েন রাজের গাড়িতে।
