টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বিয়ের মরশুমে জমকালো 'দীপবীর'
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত রণবীরের এক তুতোবোনের বিবাহ অনুষ্ঠানে যোগ দেন। পারিবারিক এই জমকালো অনুষ্ঠানে ঐতিহ্য এবং আনন্দের আবহে তাঁদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠান এবং উদযাপনের মুহূর্তে তাঁরা নিজেদের আত্মীয়-স্বজনদের সঙ্গে আন্তরিকভাবে মিশেছেন। অনুষ্ঠানে এই তারকা জুটি লাল রঙের মানানসই পোশাকে সেজেছিলেন, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং তাঁদের সাজসজ্জা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সমাজমাধ্যমে এই পারিবারিক উৎসবের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, রণবীর সিং প্রথাগত দায়িত্ব পালন করছেন এবং কনেকে মণ্ডপে নিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ সারছেন। স্ত্রী দীপিকা সম্পূর্ণ সময় তাঁর পাশে থেকে পারিবারিক রীতি-নীতিতে অংশগ্রহণ করেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে উষ্ণভাবে মেলামেশা করেছেন। তাঁদের এই ঘনিষ্ঠতা ও আন্তরিকতা অতিথিদের বিশেষভাবে নজর কেড়েছে। বিয়ের প্রধান অনুষ্ঠানের পর হওয়া ‘আফটার-পার্টি’র একটি ক্লিপও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে রণবীরকে তাঁর পরিবারের সদস্যদের সাথে প্রাণবন্তভাবে নাচতে দেখা যায়। জানা যায়, তিনি তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর একটি জনপ্রিয় গানের তালে নাচছিলেন। তাঁর স্বতঃস্ফূর্ত পারফরম্যান্স আত্মীয়-স্বজনদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আর্থিক সঙ্কটে রাকুলের স্বামী?
অভিনেত্রী রাকুল প্রীত সিং অবশেষে তাঁর স্বামী, প্রযোজক জ্যাকি ভাগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেনমেন্ট-এর আর্থিক সঙ্কট এবং সংস্থা বন্ধ হয়ে যাওয়ার গুজব নিয়ে মুখ খুললেন। বক্স অফিসে পর পর কয়েকটি ছবি আশানুরূপ ফল না করায় যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তা স্বীকার করেও রাকুল স্পষ্ট জানান, এই ধরনের গুঞ্জনকে অকারণে বাড়িয়ে বলা হচ্ছে।
সম্প্রতি একটি পডকাস্টে এসে তিনি এই বিষয়ে বিশদে কথা বলেন। বিশেষত 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর প্রযোজনা সংস্থাটির আর্থিক সঙ্কট নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। এই প্রসঙ্গে রাকুল বলেন, "হ্যাঁ, ২-৩টি ছবি চলেনি।" তবে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্থান-পতন খুবই স্বাভাবিক ঘটনা এবং এটি ব্যবসারই একটি অংশ। পূজা এন্টারটেইনমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, এমন গুঞ্জন প্রসঙ্গে রাকুল বলেন যে এটি 'ক্লিকবেইট সংস্কৃতি'-র ফল। তিনি বলেন, এই সময়ে মানুষ চাঞ্চল্য তৈরি করতে ভালবাসে। অভিনেত্রী জানান, তিনি আসল সত্যিটা জানেন এবং স্বামীর কঠিন সময়টা দেখেছেন, তাই এসব গুজবকে বিশেষ গুরুত্ব দেন না।
বোনের বিয়ের দায়িত্বে কার্তিক
বোনের বিয়ে উপলক্ষে উৎসবের মেজাজে রয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ান। তাঁর বোন কৃতিকা তিওয়ারির বিয়ের নানা উৎসবের ঝলক তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। কার্তিক একটি উজ্জ্বল হলুদ রঙের কুর্তা পরেছিলেন। তাঁকে অতিথিদের সঙ্গে হাসিমুখে নাচতে এবং বোন কৃতিকার ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে দেখা গিয়েছে। একটি ভিডিওতে কার্তিককে তাঁর বন্ধুদের সঙ্গে সলমান খানের হিট গান 'জীনে কে হ্যায় চার দিন'-এর স্টেপে নাচতে দেখা যায়। অন্য একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, কার্তিক তাঁর বোনকে হলুদ লাগাচ্ছেন এবং তাঁর উপর ফুল ছড়াচ্ছেন। এ সময় তাঁদের বাবা-মা ও কৃতিকার বন্ধুরা পাশে ছিলেন। কার্তিক বর্তমানে তাঁর আসন্ন রোম্যান্টিক কমেডি ছবি 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'-এর প্রচারে ব্যস্ত থাকলেও, পরিবারের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সময় বের করে নিয়েছেন।
