সংবাদসংস্থা, মুম্বই: মডেলিং থেকে শুরু করে মিউজিক কম্পোজার হিমেশ রেশমিয়ার "নাম হ্যায় তেরা" মিউজিক ভিডিওতে কাজ, সেখান থেকে শাহরুখ খানের বিপরীতে "ওম শান্তি ওম" ছবিতে ডেবিউ, ইন্ডাস্ট্রিতে দীপিকা পাড়ুকোনের জার্নি নিঃসন্দেহে ঈর্ষণীয়। ৩৭ বছরের অভিনেত্রী তাঁর ৫ম বিবাহবার্ষিকী উদযাপন করছেন বলিউডের "বাজিরাও" রণবীর সিংহের সঙ্গে। এই মুহূর্তে,  নিজেদের সম্পর্ক নিয়ে "কফি উইথ করণ" এ খোলামেলা কথা বলে শিরোনামে রয়েছেন "দীপবীর"। কেরিয়ারের শুরুতে বলিউডে নেপোটিজম নিয়েও মুখ খুলেছিলেন দীপিকা।
১৫-২০ বছর আগে ইন্ডাস্ট্রিতে বহিরাগত ছিলেন দীপিকা। এই জগতের সঙ্গে তাঁর বাবা-মায়ের কোনও পরিচয় ছিল না। তার পরেও অনেক পরিশ্রম করে দীপিকা নিজের জায়গা তৈরি করেছেন বলিউডে। মুম্বই সংবাদসংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে নেপোটিজম নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ""আমরা যে স্বজনপ্রীতি নিয়ে কথা বলা শুরু করেছি তা তখনও ছিল, বর্তমানেও আছে এবং চলতেই থাকবে। এটাই বাস্তব।"
২০২৩ এ পর পর দুটো ব্লকব্লাস্টার ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন তিনি। "পাঠান" ও "জওয়ান"। আগামী দিনেও তাঁকে দেখা যাবে প্রভাস ও হৃত্বিকের সঙ্গে। এই মুহূর্তে চুটিয়ে জীবন উপভোগ করছেন অভিনেত্রী। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির কোমো লেকে গাঁটছড়া বাঁধেন এই জুটি। যদিও সম্প্রতি তাঁরা জানিয়েছেন, ২০১৫ সালেই নাকি চুপিসারে বিয়ে করেছিলেন তাঁরা। সঞ্জয় লীলা বনশালির "গোলিও কী রাসলীলা -রামলীলা " ছবির সেটে তাঁদের প্রেম জমে ওঠে। বাকিটুকু তো ইতিহাস। হাজার সমালোচনার ঝড় সামলে আজও তাঁরা গভীর প্রেমে দাম্পত্যের অটুট বন্ধনে।