ট্যাবু ভাঙতে অর্গাজমের 'কর্মশালা'! চরম শারীরিক সুখের খোঁজে এই 'কোর্স' করেন গৃহবধূরা, কোথায়? ফি'ই বা কত?
নিজস্ব সংবাদদাতা
১২ জানুয়ারি ২০২৬ ১৩ : ০২
শেয়ার করুন
1
10
ক্যালিফোর্নিয়ার এক নির্জন মরুভূমিতে সম্প্রতি অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী তিন দিনের রিট্রিট, যার নাম শুনলেই চমকে উঠতে হয় ‘অর্গাজম রিট্রিট’। শুধুমাত্র মহিলাদের জন্য আয়োজিত এই কর্মশালার লক্ষ্য ছিল একটাই, বহু বছর ধরে হারিয়ে যাওয়া যৌন অনুভূতি, আত্মবিশ্বাস এবং শরীরের সঙ্গে সংযোগ ফিরিয়ে আনা।
2
10
এই রিট্রিটের আয়োজন করেছে ‘Back to the Body’ নামে একটি সংস্থা। সাত দিনের পূর্ণাঙ্গ কর্মসূচির খরচ যেখানে প্রায় ১৫ হাজার ডলার, সেখানে অংশগ্রহণকারীদের জন্য তিন দিনের একটি পরিচিতিমূলক রিট্রিটের ব্যবস্থা করা হয়েছিল, যার খরচ তুলনামূলক কম। তবুও অংশগ্রহণকারীদের প্রত্যাশা ছিল অনেক এবং অভিজ্ঞতা তার চেয়েও গভীর।
3
10
এই রিট্রিটে অংশ নেওয়া ১৭ জন মহিলা ছিলেন বিভিন্ন বয়স ও পেশার। কেউ দীর্ঘদিন যৌন ইচ্ছা হারিয়ে ফেলেছিলেন, কেউ আবার জীবনের নানা ট্রমা কাটিয়ে উঠতে চেয়েছিলেন। আয়োজকদের দাবি, এটি কোনও ‘বিলাসীতার যৌন শিবির’ নয়, বরং শরীর ও মনের সুস্থতার এক প্রক্রিয়া।
4
10
রিট্রিটের প্রতিষ্ঠাতা পামেলা ম্যাডসেন নিজেকে ‘ইরোটিক গাইড’ বলে পরিচয় দেন। তাঁর নেতৃত্বে অংশগ্রহণকারীদের জন্য ছিল শরীরচর্চা, ধ্যান, স্পর্শের মাধ্যমে অনুভূতি বোঝার অনুশীলন, আলোচনা এবং শিক্ষামূলক প্রদর্শনী। উদ্দেশ্য ছিল মহিলাদের বোঝানো যৌনতা লজ্জার বিষয় নয়, বরং সুস্থ জীবনের একটি স্বাভাবিক অঙ্গ।
5
10
রিট্রিটের শুরুতেই অংশগ্রহণকারীদের দৈনন্দিন অভ্যাস নিয়ে ভাবতে বলা হয়—নিজেদের চাওয়া কতটা স্পষ্টভাবে প্রকাশ করেন তারা? খাবার নেওয়া থেকে শুরু করে জীবনের আনন্দ—সব ক্ষেত্রেই নারীরা প্রায়শই পিছিয়ে থাকেন, এমনটাই ছিল আয়োজকদের বক্তব্য। এখানেই শেখানো হয় নিজের ইচ্ছাকে গুরুত্ব দিতে।
6
10
পরবর্তী দিনগুলোতে ধীরে ধীরে বাড়ে শারীরিক ও মানসিক অনুশীলনের গভীরতা। নিরাপদ ও সম্মতির পরিবেশে অংশগ্রহণকারীরা নিজেদের শরীরকে নতুনভাবে চিনতে শেখেন। কিছু অনুশীলনে ছিল বিশ্বাস, স্পর্শ ও নিয়ন্ত্রিত সংযমের শিক্ষা। অনেকেই জানান, জীবনে প্রথমবার নিজের পছন্দ-অপছন্দ সম্পর্কে স্পষ্ট ধারণা পান তারা।
7
10
এই রিট্রিটে চিকিৎসাবিদ্যার দিকটিও উপেক্ষিত ছিল না। ইউরোলজিস্ট ডা. মারিয়া উলোকো অংশগ্রহণকারীদের সঙ্গে নারীর যৌনস্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করেন। বয়সের সঙ্গে শরীরের স্বাভাবিক পরিবর্তন, ব্যথা বা অস্বস্তিকে অবহেলা না করা এবং ভুল চিকিৎসা পরামর্শ থেকে সাবধান থাকার বার্তাও দেন তিনি।
8
10
রিট্রিটের শেষ দিনে একটি শিক্ষামূলক সেশন ছিল, যেখানে ধীরে ও সচেতনভাবে আনন্দ গ্রহণের গুরুত্ব বোঝানো হয়। আয়োজকদের মতে, তাড়াহুড়ো নয়—নিজের শরীরের প্রতিটি অনুভূতিকে সম্মান করাই আসল শিক্ষা।
9
10
রিট্রিট শেষে অংশগ্রহণকারীদের অনেকেই জানান, তারা শুধু শারীরিক অভিজ্ঞতা নয়, মানসিক শক্তিও ফিরে পেয়েছেন। কারও কথায়, “আমরা বয়সের সঙ্গে ইচ্ছা হারাই না, হারাই তার সঙ্গে যোগাযোগ।”
10
10
এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে বিতর্ক থাকলেও, আয়োজকদের দাবি—নারীর যৌনতা নিয়ে নীরবতা ভাঙা এবং সুস্থ আলোচনার জায়গা তৈরি করাই তাদের উদ্দেশ্য। আর সেই কারণেই, মরুভূমির নিঃশব্দ পরিবেশে এই রিট্রিট অনেক নারীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।