সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আধ্যাত্মিকতায় রণবীর?
বেশ কিছুদিন ধরেই চর্চায় রণবীর এলাহাবাদিয়া। সময় রায়নার শোয়ে বিতর্কির মন্তব্যের কারণে সমালোচিত হন রণবীর। বিতর্কের মাঝেই ভক্তদের জন্য বড় ঘোষণা তাঁর। তিনি এবং তাঁর টিম নতুন কিছু আনতে চলেছেন বলে ঘোষণা করেছিলেন। শুধু তাই নয়, বিষয়টিকে রণবীর তাঁর 'পুনর্জন্ম' বলেও উল্লেখ করেছিলেন। এবার নতুন আঙ্গিকে প্রথম পডকাস্টটি মুক্তি পেল রণবীরের চ্যানেলে। প্রথম অতিথি হিসাবে রণবীরের শোয়ে এলেন, বৌদ্ধ সন্যাসী পালগা রিনপোচে।
নাম পাল্টাচ্ছেন আল্লু
'পুষ্পা ২'-এর সাফল্যের পর আল্লু অর্জুনের জনপ্রিয়তা যেন আরও বেড়ে গিয়েছে। এই ছবির সাফল্যের পর এবার নাকি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, নাম পরিবর্তন করতে চলেছেন আল্লু। নামের সঙ্গে যুক্ত করতে চলেছেন আরও কিছু অক্ষর। জানা যাচ্ছে, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে জ্যোতিষ শাস্ত্রও। যদিও এই খবরে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা।
কঙ্গনাকে মনের কথা বললেন হংসল!
বলিউডে হংসল মেহতা ও কঙ্গনা রানাওয়াতের তর্জা নিয়ে জোর চর্চা চলে সমাজমাধ্যমে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে হংসল বলেন, "কঙ্গনার সঙ্গে আমার সম্পর্ক যাই হোক না কেন। ব্যক্তিগত জীবনে আমি ওকে খুব ভালবাসি। রাজনীতির ময়দানের বাইরে ক্যামেরাও ওকে খুব ভালবাসে। কঙ্গনা যখন ক্যামেরার সামনে আসে, তখন ম্যাজিক শুরু হয়।"
