'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিক প্রথম থেকেই গল্পের জোরে দর্শকদের নজর কেড়েছে। এবার গল্পে আসছে আরও বড় চমক। নায়িকাকে খুনের ছক কষছে খোদ নায়ক! 

চ্যানেল কর্তৃপক্ষের তরফে সম্প্রতি যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের সেখানে দেখা যাচ্ছে ফোনে স্ত্রী অর্থাৎ রাঙামতীকে খুনের প্ল্যান করছে একলব্য। সেখান থেকেই জানা যাচ্ছে জঙ্গল সাফারিতে গিয়েই খুন করা হবে নায়িকাকে। কিন্তু সত্যি কি সেটা সম্ভব হবে? 

একলব্য যখন পিছন ফিরে স্ত্রীকে খুনের ছক করছে, তখন সেখানে এসে পড়ে রাঙামতী। একলব্যর গলার স্বর যে বদলে গিয়েছে সেটা লক্ষ্য করে সে। শুধু তাই নয়, এই বিষয়ে প্রশ্নও করে। জানতে চায়, তার 'উড়ান বাবু'র গলার স্বর কি বদলে গিয়েছে? এই শুনেই খানিক যেন বিব্রত হয়ে পড়ে একলব্য। এরপরই প্রোমোতে দেখা যাচ্ছে জঙ্গলে বেড়াতে গিয়েছে তারা। সেখানে গিয়ে রাঙামতীকে একলব্য মারার আগে তাকেই বেঁধে ফেলে নায়িকা। সেটা দেখে তাকে যখন জিজ্ঞেস করা হয় নায়ককে কি এভাবেই বেঁধে রেখে যাওয়া হবে? জবাবে রাঙামতী বলে, একলব্য বধ করবে সে। তবে কি আদতে এই একলব্য আসল একলব্য নয়? রাঙামতীর 'উড়ান বাবু'র বেশ ধরে অন্য কেউ রয়েছে রাঙামতীর সঙ্গে? সেটাই ধরে ফেলল নায়িকা? নাকি সত্যিই বিপদে পড়বে সে? কী ঘটবে এবার সেটাই দেখার। প্রোমোর শেষে দেখা যাচ্ছে একলব্য বাঁধা অবস্থাতেই রয়েছে। তার মাথায় কিছু একটা রাখা রয়েছে, আর সেই দিকেই তীর তাক করেছে রাঙামতী। তবে কি সে সত্যি ধরে এভাবে ভয় দেখিয়ে সবটা জানবে, নাকি কিছুই বোঝেনি, স্রেফ এভাবে নিজের গুণ দেখাতে চাইছে সেই উত্তর সময় দেবে।

'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সন্ধে সাড়ে সাতটায় দেখা যায়। এখানে নাম ভূমিকায় রয়েছেন মনীষা মন্ডল। তাঁর বিপরীতে রয়েছেন নীলাঙ্কুর মুখোপাধ্যায়। টিআরপি তালিকায় একদিন এতটানা দ্বিতীয় স্থান ধরে রেখেছিল এই মেগা। সম্প্রতি সেই স্থান হাতছাড়া হয়েছে। কিন্তু, তাও এখনও টিআরপি তালিকায় সেরা পাঁচে রয়েছে 'রাঙামতী তীরন্দাজ'।