সংবাদসংস্থা মুম্বই: অভিনয় জগতে প্রশংসা পেলেও বাস্তবে নানা কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হন বলি অভিনেত্রী আলিয়া ভাট। যদিও কটাক্ষের জবাবও কড়া মন্তব্যে দেন তিনি।
কয়েক বছর আগে করণ জোহরের টক শোয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীর নাম পৃথ্বীরাজ চৌহান বলে আলিয়ার সমালোচিত হওয়ার ঘটনা এখনও ভোলেননি কেউই। সেই সময় সদ্য কেরিয়ার শুরু করেছেন তিনি। তাঁর উত্তর নিয়ে ঢালাও ট্রোলিং হয়েছিল নেটদুনিয়ায়। তারপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। ফের একবার আলিয়াকে ট্রোলের মুখে ঠেলে দিলেন স্বয়ং রণবীর। সর্বসম্মুখে করলেন বেফাঁস মন্তব্য।
সম্প্রতি, গোয়ায় অনুষ্ঠিত হওয়া ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন রণবীর কাপুর। ওই অনুষ্ঠানে রণবীর জানান, আগামী ১৩ থেকে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত গোটা দেশ জুড়ে আয়োজিত হবে রাজ কাপুর চলচ্চিত্র উৎসব। খ্যাতনামা অভিনেতা পরিচালকের ১০ টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি অভিনেতার একটি বায়োপিক তৈরির কথাও চিন্তাভাবনা করছেন রণবীর।
তিনি চান যাতে ভারতের কালজয়ী শিল্পীদের নতুন প্রজন্ম চেনেন। এই প্রসঙ্গে অভিনেতা বলেন,"আলিয়ার সঙ্গে যখন প্রথম দেখা হয় ও আমায় জিজ্ঞেস করেছিল কিশোর কুমার কে? এটাই বোধহয় জীবনের একটা বৃত্ত। শিল্পীদের আমরা ভুলে যাই। নতুন শিল্পী আসে। কিন্তু আমাদের উচিত আমাদের শিকড়কে মনে রাখা। খালি রাজ কাপুরকে নয়। আরও অনেক চিত্র নির্মাতা, অভিনেতা আছেন যাঁদের মনে রাখা উচিত, তাঁদের কৃতিত্ব উদ্যাপন করা উচিত।"
