রণবীর কাপুরের ২০২৬-এর ক্যালেন্ডার যেন একেবারে টাইম-বোমা! সামনে দাঁড়িয়ে দু’টি মেগা প্রজেক্ট, সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’ আর নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’। দর্শক অপেক্ষায় ছিলেন ২০২৬-এর মার্চে আসবে বনশালির ছবি, আর দীপাবলিতে বড়পর্দায় ধরা দেবে ‘রামায়ণ’। কিন্তু বলিউডের পাড়ার গলিতে এখন নতুন চর্চা যে ফের নাকি পিছোচ্ছে ‘লভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তির তারিখ। আর তাতেই তৈরি হয়েছে চর্চা, হতাশাও। বনশালির এই একটি সিদ্ধান্তেই মনখারাপ রণবীরের রামায়ণ ছবির নির্মাতাদের।
বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তির তারিখ নিয়ে প্রথম পরিকল্পনা ছিল ঈদ ২০২৬। কিন্তু দেখা গেল, এ ছবির শুটিং গড়াচ্ছে ২০২৬-এর মে মাস পর্যন্ত। অর্থাৎ স্পষ্ট, আগামী বছরের আগস্ট কিংবা সেপ্টেম্বরের আগে এ ছবিকে প্রেক্ষাগৃহে পৌঁছনো দুষ্কর। মুক্তির দিন ঠিক করতে এখনও জোর আলোচনা চলছে। এই দীর্ঘ শুটিংয়ের চাপে রণবীর, আলিয়া ভাট আর ভিকি কৌশল তিনজনেই ২০২৬-এর মে ম্মাস পর্যন্ত নিজেদের ক্যালেন্ডারে শুটিংয়ের ডেট একপ্রকার সিল বন্ধ করে দিয়েছেন। ফলে অন্য সব কাজও যেমন পিছিয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে নতুন তারিখ।
শিল্পী মহলের কানাঘুষ, রণবীর নাকি জুনে এ ছবি মুক্তির জন্য বনশালিকে অনুরোধও করেছিলেন। কিন্তু নির্মাতাদের পক্ষে সেটি সম্ভব হয়নি। এখানেই খানিকটা অস্বস্তি ‘রামায়ণ’ টিমে। তাঁদের প্রত্যাশা ছিল এই দুই বিশাল বাজেট ও মাপের ছবির মাঝে অন্তত ছ’মাসের ব্যবধান থাকুক, যাতে দর্শকের আগ্রহ ও বক্স অফিস দুই-ই সুরক্ষিত থাকে। উপরন্তু শুটিং টানতে টানতেই বাড়ছে খরচ, ফুলে উঠছে বাজেট। তবে খানিকটা স্বস্তিএই যে জানুয়ারি ২০২৬-এ ‘লভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক নাকি সামনে আসতে পারে, যদিও এই খবরে কোনও আনুষ্ঠানিক সিলমোহর এখনও পড়েনি।
অন্য দিকে ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর, সীতার ভূমিকায় সাই পল্লবী। রাবণের ভূমিকায় কেজিএফ-খ্যাত যশ। হনুমান হিসেবে সানি দেওল, লক্ষ্মণ হিসেবে রবি দুবে। মন্দোদরী, সূর্পণখায় যথাক্রমে কাজল আগারওয়াল ও রকুল প্রীত। সূত্রের দাবি, রামায়ণ-এর প্রথম কিস্তির সম্পাদনা, কাঁটছাটও নাকি প্রায় সম্পূর্ণ।
বনশালির ছবিতে রণবীরের পাশে আছেন আলিয়া ও ভিকি। রণবীর নিজেই বলেছেন, এই ছবি তাঁর কাছে এক স্বপ্নের সুযোগ, এক বিশাল আবেগ। বনশালির সেট মানেই ক্লান্তিকর পরিশ্রম, দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু শেষমেশ শিল্পীর কাছে বিরাট তৃপ্তির অনুভূতি।
এখন প্রশ্ন একটাই, এই দুই ম্যাগনাম ওপাস প্রজেক্টের সংঘর্ষ হবে তো? না কি সময়ের ফাঁকেই বলিউড সাজাবে নতুন সিনেমার মেগা-উৎসব? আপাতত তারই অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।
